বাংলাদেশের উন্নয়ন বন্ধ হয়ে যাবে যদি আওয়ামীলীগ ক্ষমতায় না আসে - পানি সম্পদ প্রতিমন্ত্রী
মোঃ জহিরুল হক, ভোলা ||
২০২৩-০৫-২৫ ০৬:৫৯:৩০
বাংলাদেশেশের উন্নয়ন বন্ধ হয়ে যাবে যদি আওয়ামীলীগ আবার ক্ষমতায় না আসে। যদি শান্তিতে থাকতে চান, নদী ভাঙ্গন থেকে বাচতে চান,স্মার্ট বাংলাদেশ চান তাহলে শেখ হাসিনার নৌকা মার্কার সরকার ছাড়া কোন বিকল্প নেই। ১০৯৬ কোটি টাকা ব্যায়ে বোরহানউদ্দিন মির্জাকালু লঞ্চঘাট থেকে বেতুয়া লঞ্চঘাট পর্যন্ত ৩৪ কিঃমিঃ বেরীবাধ পাকাকরন, ১৭.১ কিঃমিঃ নদীতীর রক্ষাবাধ নির্মান কাজের " তজুমদ্দিন ও লালমোহন উপজেলায় উপকূলীয় বাঁধ পুনর্বাসন, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও তীর সংরক্ষন (১ম পর্যায়)' তজুমুদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নে শীর্ষক প্রকল্প এর শুভ উদ্বোধন শেষে এ উপলক্ষ্যে তজুমুদ্দিন বাজারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কর্নেল ( অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি।
এ সময় তিনি আরো বলেন বাংলাদেশের চলমান উন্নয়নকে অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে ভোট দিয়ে ক্ষমতায় রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে। এখানে একজন পানি সম্পদ মন্ত্রী ছিলেন কি উন্নয়ন করেছে তা আপনারা ভাল জানেন। ২০০১ সালে বিএনপি সরকারের সময়ে কোন উন্নয়ন হয় নাই। তারা শেখ হাসিনার চালু করা কমিনিউটি সেন্টার বন্ধ করে দিয়েছিল। ২৫ মে বৃহস্পতিবার বরিশাল পানি উন্নয়ন বোর্ড প্রধান প্রকৌশলী( দক্ষিনাঞ্চল) মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত কমিটির সদস্য ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি। এ সময় তিনি বলেন ২০১০ সালে উপ নির্বাচনে এমপি হওয়ার পর আজ পর্যন্ত আমি আপনাদের পাশে ছিলাম। এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট সহ এলাকার অনেক উন্নয়ন করেছি যা দৃশ্যমান।শেখ হাসিনা ক্ষমতায় থাকলে এ উন্নয়ন অব্যাহত থাকবে।
সভায় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব( উন্নয়ন) মোঃ নুরুল আলম, পানি উন্নয়ন বোর্ড অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিওন) মো: রমজান আলী প্রামানিক, ভোলা পওর সার্কেল, ভোলা তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: বাবুল আখতার, পানি উন্নয়ন বোর্ড (পওর) বিভাগ - ১ নির্বাহী প্রকৌশলী মোঃ হাসানুজ্জামান, (পওর) বিভাগ-২, পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) আসাদুজ্জামান, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, লালমোহন উপজেলা চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নওরিন হক, তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ হোসেন, পওর বিভাগ-২, পানি উন্নয়ন বোর্ড উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর, সাধারন সম্পাদক ফজলুল হক দেওয়ান প্রমুখ।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357