নীলফামারীতে দলীয় নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময়

নূর আলম, নীলফামারী || ২০২৩-০৫-২৫ ০৬:৪৯:৪৮

image
শতকরা ৩৩ভাগ কোটা নিশ্চিত করণে নীলফামারীর রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ডেমক্রেসিওয়াচ এর অপরাজিতা প্রকল্পের উদ্যোগে। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের স্কাই ভিউ কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাজ্জাদ পারভেজ ও জেলা ওয়াকার্স পার্টির সভাপতি তপন কুমার রায় বক্তব্য দেন। ডেমক্রেসিওয়াচ এর নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন অপরাজিতা প্রকল্পের জেলা সমন্বয়কারী কামাল হোসেন শাহ। গোড়গ্রাম ইউনিয়নের মাসুদা আকতার মিনি, সংগলশী ইউনিয়নের ফাতেমা বেগম ও বোতলাগাড়ি ইউনিয়নের রোমানা আক্তার ইউনিয়ন পরিষদের নারীদের ক্ষমতা ছাড়াও নারীর ক্ষমতায়ন, উন্নয়ন, কর্মদক্ষতা ও রাজনৈতিক অবস্থান নিয়ে বক্তব্য দেন। বোতলাগাড়ি ইউনিয়নের রোমানা আক্তার বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের জন্য অনেক কিছু করেছেন যার সুফল আমরা পাচ্ছি কিন্তু এখোনো কিছু কিছু ক্ষেত্রে অধিকার কুক্ষিগত করে রাখা হয়েছে এরফলে নারীরা নায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। জেলার ৫০জন নারী নেত্রী এতে অংশ নেন।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com