ফরিদপুরে ঔষধ সিন্ডিকেটের অবসান
ফরিদপুর প্রতিনিধিঃ ||
২০২৩-০৫-২৫ ০১:৩৮:৫৭
অবশেষে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) ফরিদপুর জেলা শাখা কর্তৃক ওষুধের দাম সর্বোচ্চ খুচরা মূল্যে বিক্রি করতে ফার্মেসি মালিকদের বাধ্য করা এবং চলতি বছরের গত ফেব্রুয়ারি থেকে সব ফার্মেসি মালিককে এমআরপি মূল্যে ওষুধ বিক্রি করার জন্য সমিতির পক্ষ থেকে যে কঠোর নির্দেশনা জারি করা হয়েছিল সেখান থেকে সরে এসেছে সমিতিটি। এখন থেকে দোকানিরা এমআরপি মূল্যের থেকে ছাড় দিয়ে ওষুধ বিক্রি করতে পারবেন, সমিতি তাদেরকে জরিমানা বা অন্য কোন উপায়ে শাস্তি প্রদান করতে পারবে না।
২৪ মে বুধবার বিকেল ৩ টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন, ফরিদপুর চেম্বার অ্যান্ড কমার্স, ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর, জেলা কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির নেতারা ও ওষুধ সিন্ডিকেটের বিরুদ্ধে আন্দোলনরত সংগঠনগুলোর সঙ্গে যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, এখন থেকে ফরিদপুরের ঔষধ বিক্রেতারা আগের মতই সারা দেশের ন্যায় ক্রেতার কাছে থেকে কিছু টাকা কম রেখে বা এমআরপি মূল্যের থেকে ছাড় দিয়ে ওষুধ বিক্রি করতে পারবেন, সমিতি তাদেরকে জরিমানা বা অন্য কোন উপায়ে শাস্তি প্রদান করতে পারবে না।। এতে বিসিডিএস সমিতির পক্ষ থেকে প্রকাশ্যে বা গোপনে কোন ধরনের বাধা দেওয়া হবে না বলে অঙ্গীকার করেন নেতারা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াছিন কবীরের সভাপতিত্বে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ, ফরিদপুর চেম্বার অ্যান্ড কমার্সের পরিচালক ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম চৌধুরী, ফরিদপুর জেলা কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি মাজহারুল আলম চঞ্চল, সহ-সভাপতি মো. রনি ইসলাম ও ড্রাগ সমিতির সকল সদস্যবৃন্দ এবং ফরিদপুর বাস মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক আলী আহসান বনি, বাতিঘর ফরিদপুরের পরিচালক ইঞ্জিনিয়ার আলী আহমেদ পারভেজ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ফরিদপুরের সাধারণ সম্পাদক রুম্মন চৌধুরী, ব্লাড ব্যাংক ফরিদপুরের সভাপতি খায়রুল ইসলাম রোমান, আলোকিত ফরিদপুরের প্রতিষ্ঠাতা ও কৃষি কলেজের সাবেক ভিপি মোঃ এনামুল হাসান গিয়াস, আমরা করবো জয়ের সাধারন সম্পাদক শরীফ খান, উই কেয়ার ফরিদপুরের সভাপতি সন্ঞ্জয় সাহা, স্বেচ্ছাসেবি নাদিম আবরার ইতু, সেচ্ছাসেবি রমজান শেখ, স্বেচ্ছাসেবি শেখ ইলিয়াস,পজেটিভ ফরিদপুরের তুহিন বিন আলমগীর,স্বেচ্ছাসেবি মনোয়ার আবির, স্বেচ্ছাসেবি ও সাধারন সম্পাদক ফরিদপুর মুক্তিযুদ্ধ মন্ঞ্চ এর রাজিব হাসান পারভেজ ও সেচ্ছাসেবি ওহিদ ভাই,স্বেচ্ছাসেবি ও সাংবাদিক মিয়া সৈকত এছাড়া আরো অনেকেই উপস্থিত ছিলেন।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357