চৌহালীতে রাতের আঁধারে যমুনা থেকে বালু উত্তোলনের পায়তারা
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ||
২০২৩-০৫-২৪ ১১:০৪:৪২
সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলায় যমুনা নদী হতে রাতের আঁধারে বালু উত্তোলনের পায়তারা করছে কিছু অসাধু বালু ব্যবসায়ী।
যমুনা বিধ্বস্ত চৌহালী উপজেলা যখন সিরাজগঞ্জ জেলার মানচিত্র হতে বিলীনের পথে তখন আরেক ধাপ যুক্ত হয়েছে যমুনা নদী হতে অবৈধ বালু উত্তোলন। বেশ কিছু দিন যাবত যমুনা নদী হতে রাতের আঁধারে অবৈধ বালু উত্তোলন করছিল স্থানীয় অসাধু বালু ব্যবসায়ীরা প্রশাসনের নজরদারিতে সাময়িক সময় বালু উত্তোলন বন্ধ হলেও থামছে না এখনো বালু উত্তোলন।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে উপজেলার বেরি বাঁধ সংলগ্ন, জোতপাড়া, কাঠাঁলীয়া, নাগরপুর, সিকদারপাড়া, ভূতের মোড়, কাকুয়া সহ বিভিন্ন স্থানে হতে অসাধু বালু ব্যবসায়ীরা দীর্ঘ দিন ধরে রাতের আঁধারে বালু উত্তোলন করছে। এতে হুমকির মুখে পড়েছে অসংখ্য বসত-বাড়ি, মসজিদ, কবরস্থান ও ফসলি জমি।
স্থানীদের দাবি অতিসত্বর বালু উত্তোলন বন্ধ না হলে আসছে বন্যায় ব্যাপক ভাঙ্গানের আশংঙ্কা রয়েছে চৌহালী উপজেলা।
এ বিষয়ে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার সঙ্গে মুঠোফোনে একাধিক যোগাযোগ করার চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357