খানসামায় ৪ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী আটক
শাহ্ আলম শাহী, দিনাজপুর ||
২০২৩-০৫-২৩ ০৯:২৫:০৭
দিনাজপুরের খানসামায় ৪ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত দুটি অটোরিকশা।
২৩ মে (মঙ্গলবার) ভোর সাড়ে ৫ টার দিকে খানসামা টিটিসি মোড় এলাকায় এ গাঁজা সহ তাদের হাতেনাতে আটক করে পুলিশ। এই গাঁজা নিয়ে খানসামা উপজেলার আত্রাই নদীর পশ্চিম পাড় হতে ওয়ালটন মোড় হয়ে পাকেরহাটে নিয়ে যাচ্ছিল তারা।এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ওসি চিত্তরঞ্জন রায়ের নেতৃত্বে এসআই এস আই জাহিদ সহ সঙ্গীয় ফোর্স উপজেলার তাদের গাঁজা সহ গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত গাঁজা ব্যবসায়ীরা হলেন, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পলাশবাড়ী রতনদিঘী এলাকার দবিরুল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান (২২), বীরগঞ্জ উপজেলার সুজালপুর গোরস্থান এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে আঃ সাত্তার (৫৮), খানসামা উপজেলার জাহাঙ্গীর পুর হলিদিপাড়ার মৃত আফতাব উদ্দিনের ছেলে সানোয়ার হোসেন (৫২) এবং গোবিন্দপুর গ্রামের বানিয়া পাড়ার শামসুল হকের ছেলে আঃ সামাদ।
এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায় জানান, মাদক ব্যবসায়ীদের আটকের পর তাদের মাদক মামলায় আদালতের মাধ্যমে বিকেলে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357