ফরিদপুরের স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সচেতন কানাইপুরবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধিঃ || ২০২৩-০৫-২১ ০৫:২৩:৫০

image
ফরিদপুরের স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও সচেতন কানাইপুরবাসির ব্যানারে এক মানববন্ধন আজ সকাল সাড়ে ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। পুরদিয়া আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক এবং স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড় পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল হাসান (মাসুম) এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং অনতিবিলম্বে আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা করব জয়ের সভাপতি আহমেদ সৌরভের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সেবামূলক সংগঠন মানবতারতরির আহ্বায়ক মিজানুর রহমান বিশ্বাস টুটুল, আমরা করব জয় এর সাধারণ সম্পাদক শরীফ খান, তাকওয়া ফাউন্ডেশনের আহবায়ক মুফতি মুস্তাফিজুর রহমান, ছায়ানীড়ের সদস্য এস এম সালমান, মানববন্ধনে একাত্মতা ঘোষণা করেন বাকিগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদুল হাসান, ফরিদপুর পৌরসভার ২৫নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আলাওল হোসেন তনু। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাতিঘরের পরিচালক ইন্ঞ্জিঃ আলী আহমেদ পারভেজ। সভায় বক্তারা গত ১৩ই মে এনামুল হাসান (মাসুম) এর উপর অতর্কিত নির্যাতন করার ঘটনায় কোতোয়ালি থানায় মামলা রেকর্ড হলেও এখন পর্যন্ত কোনো আসামী গ্রেফতার না হওয়ায় স্বেচ্ছাসেবী নেতৃবৃন্দগন ‌উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন স্বেচ্ছাসেবী সংগঠন গুলো প্রতিনিয়ত সমাজের ভালো কাজে নিরলসভাবে অংশগ্রহণ করে। অথচ তাদের একজন সদস্যকে সন্ত্রাসীরা বেধড়কভাবে মারপিট করেছে ‌ আর এ ব্যাপারে মামলা হলেও এখনো কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি এটা খুবই দুঃখজনক ও হৃদয় বিদারক। তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন। এ সময় স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড় পরিবারের সদস্য বৃন্দ সহ ফরিদপুর শহরের একাধিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ ও সচেতন কানাইপুরবাসী মানববন্ধনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com