পিএসই-আইসিএমপিডির প্রবাসীদের কর্মসংস্থান বিষয়ক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক || ২০২৩-০৫-১৭ ১৩:০২:২৩

image
‘প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট (পিএসই) ফর রিইন্টিগ্রেশনের ৫ম সভা ঢাকার হোটেল সোনারগাঁও-এ অনুষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্ট (আইসিএমপিডি) এর মহাপরিচালক ড. মাইকেল স্পিনডেল এগার মূল বক্তব্য প্রদান করেন। এবারের ৫ম সভার নির্দিষ্ট আলোচ্য বিষয় ছিল ‘বিদেশফেরত কর্মীদের জন্য ‘ব্যবসায়, জীবিকা এবং উদ্যোক্তা হওয়ার সুযোগ’। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ন সচিব ড. নাসিম আহমেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি লিসা হিলেন ব্রান্ড। বিভিন্ন বিষয়ে প্রেসেন্টেশন প্রদান করেন হেড অব সিল্ক রুট রিজিওন এবং বুদাপেস্ট প্রসেসের সচিব সেডেফ ডিয়ারিং (বিষয় বুদাপেস্ট প্রসেসের রোডম্যাপ); বিজনেস ইন্টিলিজেন্ট লিমিটেডের আবসাল সাকিব কোরাইশি (পিএসই অনলাইন প্লাটফর্ম); পিকেএসএফ-এর মামুনুর রশীদ (বিদেশ ফেরতদের মেন্টরশিপ)। মূল প্রতিপাদ্য বিষয়ের উপর আরো বক্তব্য রাখেন জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির মাহমুদুর রিফাত খান, বাংলাদেশ পোল্ট্রি শিল্প সমিতির সচিব আবদুর রহীম গাজী, বিজিএমইএ-এর সিনিয়র সহকারী সচিব আশরাফ ওয়ারেস অন্তু প্রমুখ। সেশন পরিচালনা করেছেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আশফাকুর রহমান ও বিএমইটির ডেপুটি ডিরেক্টর ও উর্ধ্বতন পরিসংখ্যান কর্মকর্তা মো: মাসুদ রানা। ড. মাইকেল স্পিনডেল এগার-এর এবারই প্রথম বাংলাদেশ সফর। বাংলাদেশ সরকারের সাথে অধিকতর সহযোগিতা ও অংশীদারিত্ব সৃষ্টির লক্ষ্যে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে দেখা করবেন। তিনি অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রী ও অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর ২০১৬ সালে আইসিএমপিডি’র মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পাশাপাশি, ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত তিনি অস্ট্রিয়ার ভাইস-চ্যান্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেন। ড. মাইকেল স্পিনডেল এগার বলেন, “আমাকে যখন জিজ্ঞেস করা হল শ্রম অভিবাসনের ক্ষেত্রে আইসিএমপিডি’র পদ্ধতির বিশেষত্ব কী? আমি বলেছিলাম, আমি নিশ্চিত বিশ্বাস করি যে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বেসরকারি খাতকে এ কাজে দৃঢ়ভাবে সম্পৃক্ত করা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনায় অংশগ্রহণ করা।” তিনি আরও মন্তব্য করেন যে “একটি দেশ হিসেবে, আপনার বেসরকারি খাতে কী ধরনের শ্রম দক্ষতা প্রয়োজন সে সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা থাকতে হবে এবং কর্মী প্রেরণকারী দেশগুলোতে এই কাঙ্খিত দক্ষতার উন্নয়নের জন্য আমাদের বেসরকারি খাতের সাহায্য ও সম্পৃক্ততা প্রয়োজন। প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট ফর রিইন্টিগ্রেশন হল সরকারি, বেসরকারি, টেধড ইউনিয়ন, সিএসও এবং আšর্জাতিক সংস্থার প্রায় ৪২ জন সদস্যের একটি অংশীদারিত্ব। পিএসই প্রকল্পের কার্যক্রমের আপডেট এবং পুনরেকত্রীকরণ সংক্রান্ত নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে আলোচনার জন্য তারা নিয়মিত বৈঠক করে যেখানে বিভিন্ন সংগঠনের উদ্যোগে দেশে পরিচালিত পুনরেকত্রীকরণ সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের আপডেট নিয়েও আলোচনা হয়। সভায় ‘বুদাপেস্ট প্রসেস রোডম্যাপ ফর রিটার্ন ও রিইন্টিগ্রেশন’ ও উপস্থাপন করা হয়। প্রতিটি দেশে এর তিনটি উপকাঠামো রয়েছে: ১) কার্যকর প্রত্যাবর্তন ব্যবস্থাপনা; ২) আগমন-পরবর্তী সহযোগিতা এবং রেফারেল পদ্ধতি; এবং ৩) টেকসই পুনরেকত্রীকরণ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পিএসই নেটওয়ার্কেরও সভাপতি। পিএসই গঠিত হয়েছে কর্মসংস্থান, অর্থব্যবস্থায় প্রবেশ, দক্ষতা উন্নয়ন, ব্যবসায় ও জীবিকার মাধ্যমে বিদেশ ফেরত কর্মীদের পুনরেকত্রীকরণের সহযোগিতায় বেসরকারি খাতকে জড়িত করার জন্য। রিটার্ন ও রিইন্টিগ্রেশন ফ্যাসিলিটির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন এই পিএসই প্রকল্প অর্থায়ন করছে। আইসিএমপিডি অস্ট্রিয়ার ভিয়েনাভিত্তিক একটি আন্তর্জাতিক সংস্থা, যার ২০টি সদস্য রাষ্ট্র রয়েছে। এটি ৯০টি দেশ ও ২৮টি ডিউটি স্টেশনে ৮০টিরও অধিক প্রকল্প বাস্তবায়ন করেছে, ২০২২ সালে অভিবাসন সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি ও প্রকল্পের জন্য এর চুক্তিবদ্ধ প্রকল্পের পরিমাণ ছিল ৩৭১ মিলিয়ন ইউরো।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com