পার্বতীপুরে ৪২০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করলেন- মোস্তাফিজুর রহমান ফিজার এমপি
মামুনুর রশিদ, পার্বতীপুর (দিনাজপুর) ||
২০২৩-০৫-০৮ ১৩:৫৩:১৬
পার্বতীপুরে মাধ্যমিক পর্যায়ের ৭০টি বিদ্যালয় ও মাদ্রাসার ৯ম ও ১০ম শ্রেণির ৪২০ জন শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেয়া হয়েছে।
আজ সোমবার (০৮ মে) বিকেলে আদর্শ কলেজ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিস আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার শিক্ষার্থীদের হাতে ট্যাবগুলো তুলে দেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফিজার বলেন, 'সরকার প্রধানের নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশ হয়ে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। আর এরই ধারাবাহিকতায় আজকে এসব ট্যাব বিতরণ করা হলো।'
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক ও ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনিন (মোমিন), দিনাজপুর জেলা পরিসংখ্যান অফিসের পরিসংখ্যান সহকারী আরিফুল ইসলাম। আরও ছিলেন পার্বতীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এদিকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব ট্যাব পেয়ে দারুণ খুশি মেধাবী শিক্ষার্থী, তাদের অভিভাবক ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা। মাধ্যমিক পর্যায়ের ৯ম ও দশম শ্রেণির ১ম, ২য় ও ৩য় রোল নম্বরধারীদের মাঝে এসব ট্যাব বিতরণ করা হয়।
এ সময় পার্বতীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম প্রধান জানান, 'এ উপহার সকল শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হতে অনুপ্রেরণা যোগাবে'।
জেলা পরিসংখ্যান অফিসের তথ্য মতে, দিনাজপুরের সকল বিদ্যালয় ও মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের হাতে পর্যায়ক্রমে এসব ট্যাব তুলে দেয়া হবে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357