ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন মে দিবসে আলোচনা সভা
মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া ||
২০২৩-০৫-০১ ০৭:২২:৪২
মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ মে) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মসজিদ রোডস্থ ভূইয়া ম্যানশনে নিজস্ব কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পির সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন।
আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন।
যুগ্ম সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ আজিজুল আলম সঞ্চয়, প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি মজিবুর রহমান খান, জিটিভির জেলা প্রতিনিধি জহির রায়হান, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি আল মামুন, জাগোনিউজের জেলা প্রতিনিধি আবুল হাসনাত মো. রাফি, সামিউল হক, দ্য ফ্রন্টিয়ারের বার্তা সম্পাদক রুদ্র মুহম্মদ ইদ্রিস, সাংবাদিক শাহাদাৎ হোসেন সোহেল প্রমূখ।
এসময় বক্তারা বলেন, আধুনিকতার ছোয়ায় সংবাদ কর্মীদের কাজের পরিধি বেড়েছে৷ কিন্তু আগের মতোই জেলায় কর্মরত জাতীয় মিডিয়ার প্রতিনিধিদের বেতন বৈষম্য রয়ে গেছে। এসময় বক্তারা স্থানীয় ও জাতীয় দৈনিকে কর্মরত কর্মীদের শ্রম অধিকার আদায়ে কিছু দাবি উত্থাপন করেন।
দাবি গুলো হচ্ছে, জেলার স্থানীয় দৈনিক ও অনলাইনে কর্মরত কর্মীদের নিয়োগপত্র প্রদান, সাপ্তাহিক ছুটি ও সকল উৎসবে ভাতা প্রদানের দাবি। ছাড়াও জেলায় কর্মরত জাতীয় মিডিয়ার প্রতিনিধিদের ৯ম ওয়েজবোর্ড অনুযায়ী বেতন-ভাতা প্রদানের দাবি করেন বক্তারা।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357