বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয় করনের বিষয়ে এখনও সরকারের কোন সিদ্ধান্ত হয়নি

মোঃ জহিরুল হক, ভোলা || ২০২৩-০৪-২৯ ০৯:২৮:০২

image
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করনের বিষয়ে এখনও সরকারের কোন সিদ্ধান্ত হয়নি। এস এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও নকলের কোন সুযোগ নেই। বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন বিএনপি নির্বাচনে এলে জয়ী হতে পারবেন না জেনে নির্বাচনে আসতে ভয় পায়, তারা যতবার ক্ষমতায় এসেছে ততবার কারচুপি ও ভুয়া ভোটার দিয়ে বিজয়ী হয়েছে। যাদের কোন কার্যক্রমের বৈধতা নেই তারা আবার গনতন্ত্র নিয়ে কথা বলে।যারা দূর্নীতির দায়ে অভিযুক্ত যারা তারা দূর্নীতির কথা বলে। তিনি আরো বলেন আগামীকাল অনুষ্ঠিতব্য এসএসসি ও দাখিল পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোন সুযোগ নেই। যারা এ বিষয়ে গুজব রটাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এসব বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। শুধুমাত্র কেন্দ্র সচিব ফোন ব্যবহার করতে পারবে না। কোন কক্ষ পরিদর্শকের কাছে মোবাইল পাওয়া গেলে তার এমপিও বাতিল করা হবে। গতকাল শনিবার ভোলার চরফ্যাশনে অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করনের বিষয়ে এখনও সরকারের কোন সিদ্ধান্ত হয়নি। এসব বিষয়ে আরও গবেষনার দরকার আছে। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার কারণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা শেখ হাসিনার কর্মী, আমরা দেশের জন্য কাজ করি। আমাদের কাজ দেশ ও দেশের মানুষের জন্য কাজ করা। সামনের জাতীয় নির্বাচন সকলের জন্য গুরুত্বপূর্ণ। আমরা গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছি, স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছি। আমরা ধ্বংসের পথে, আগুন সন্ত্রাসের দিকে, একাত্তুর, পঁচাত্তুর, ২০০৪ সালে যে সন্ত্রাস হয়েছে, সে দিকে যেতে চাই না। রাষ্ট্র ক্ষমতায় এসে কেউ আগুনসন্ত্রাস করুক তা চাই না। মন্ত্রী আরও বলেন আওয়ামীলীগ সরকার বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা স্বপ্নের দিকে, সঠিকভাবে এগিয়ে চলেছি। যে কোনো মূল্যে কোনো অপশক্তি, যুদ্ধাপরাধী, অগ্নিসন্ত্রাস প্রতিহত করতে হবে। দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আবুল হাসেম মহাজনের সভাপতিত্ব সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মশিউর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার আল নোমান সহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। উল্লেখ্য, ৪র্থ তলা বিশিষ্ট এ কলেজের একাডেমিক ভবন নির্মাণে ব্যায় হয়েছে সাড়ে ৪ কোটি টাকা। এ ভবন উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনিকে দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থীরা ফুল দিয়ে সংবর্ধনা দেন। এর আগে মন্ত্রী ভোলার চরফ্যাশন উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। ঐহিত্যবাহী এ কলেজেটি চরফ্যাশন উপজেলার প্রত্যন্ত এলাকা দক্ষিণ আইচা এলাকায় স্থাপিত। এ কলেজটি ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com