সিরাজগঞ্জে অর্ধকোটি টাকার গাঁজাসহ মাদক কারবারি আটক
নাজমুল হোসেন, সিরাজগঞ্জ ||
২০২৩-০৪-২৯ ০৫:৫৯:৩২
ঢাকা-বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে সিরাজগঞ্জের কড্ডার মোড়ে নির্মানাধীন ফ্লাইওভার ব্রীজ এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৪০ কেজি গাঁজাসহ ১ (এক) মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সদস্যরা। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্যারাড়ো (রোজ) কালো রংয়ের জিপগাড়ী জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার বর্তমান বাজার মুল্য প্রায় অর্ধকোটি টাকা।আটক মাদক ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন (৩২) কুমিল্লা জেলার নিশ্চিতপুর পূর্বপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
শনিবার( ২৯ এপ্রিল) সকালে সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ সামিউল আলম সংবাদ সম্মেলনে এতথ্য নিশ্চিত করেছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদে ঢাকা-বঙ্গবন্ধু সেতু পশ্চিম সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কড্ডার মোড়ে নির্মানাধীন ফ্লাইওভার ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ড্রাইভারের সিটের উপর রক্ষিত ১৪০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্যারাড়ো (রোজ) কালো রংয়ের জিপগাড়ী জব্দ করা হয়েছে। আটক মাদক কারবারীর বিরুদ্ধে বিভিন্ন জেলায় ৭টি মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাকে আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।
এসময় জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রওশন আলী,এস.আই মোঃ জুলহাজ উদ্দীন উপস্থিত ছিলেন।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357