আবারও বাঁকা ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন
মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া ||
২০২৩-০৪-২৯ ০৫:৫৬:৪৪
ব্রাহ্মণবাড়িয়া শহরের দারিয়াপুরে আবারো রেল লাইন বাঁকা হয়ে গেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে লাইনটি ফের বাঁকা হওয়ার খবর পান ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, পৌনে ১০টায়ও এই লাইন দিয়ে উপকূল এক্সপ্রেস ট্রেন ঢাকায় গিয়েছে। এরপর সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়েছি, তীব্র গরমে সেই লাইনটি ফের বাঁকা হয়ে গেছে। আপাতত বাঁকা হয়ে যাওয়া লাইন দিয়ে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে এক লাইনেই আপ-ডাউন ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।
এর আগে, বৃহস্পতিবার বেলা একটার দিকে তীব্র গরমে একই স্থানের রেল লাইন বাঁকা হয়ে মালবাহী ট্রেনের ৭টি বহি লাইনচ্যুত হয়। তবে একটি লাইনে আপ-ডাউন ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। দীর্ঘ ২৭ ঘন্টা চেষ্টার শুক্রবার বিকেল ৪টায় লাইনচ্যুত হওয়া বগি গুলো উদ্ধার করে লাইন মেরামতের পর সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে ঢাকাগামী লাইনটি দিয়ে ট্রেন চলাচল শুরু করে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357