পার্বতীপুরে অন্যের সম্পত্তি জবরদখলে নিতে হামলা, মারপিট ও লুটপাট
মামুনুর রশিদ, পার্বতীপুর (দিনাজপুর) ||
২০২৩-০৪-২৮ ১২:৫২:০৬
পার্বতীপুরের চাঁচেয়া গ্রামে অন্যের ভোগদখলীয় সম্পত্তি জবর দখলে নিতে প্রতিপক্ষ দল বসতবাড়িতে হামলা, লুটপাট ও গবাদী পশু হত্যার মত ঘটনা ঘটিয়েছে। ক্ষতিগ্রস্থ পারভীন বেগম আজ বৃহস্পতিবার দুপুরে তার ভোগদখলীয় সম্পত্তি চত্ত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলণে সাংবাদিকদের কাছে লিখিতভাবে এসব অভিযোগ করেন।
পারভীন বেগমের লিখিত অভিযোগটি পাঠ করে শোনান তারই ভাতিজি নিপা আক্তার। অভিযোগ সূত্রে জানা যায়, পারভীন বেগম আনন্দবাজারের প্রধান সড়ক সংলগ্ন তার পৈতৃক সম্পত্তিতে বসতবাড়ি তৈরি করে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছে। প্রতিপক্ষ হারুন ওই সম্পত্তিটি জবরদখলে নিতে অস্ত্রধারী বহিরাগত ৪০-৫০ জনের একটি দল নিয়ে তার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা দুইটি বসতঘর, গোয়ালঘর, বাড়ির সীমানা প্রাচীর ভাঙচুর করে। সেইসাথে ঘরের মালামাল লুট ও একটি গরু মেরে ফেলে। পরিবারের লোকজনের উপর বেধড়ক মারপিট করে সকলকে ক্ষতবিক্ষত করা হয়।
এ ঘটনায় পারভীনের দেবর আজিজুল গাছুয়া বাদি হয়ে গত ২৪ এপ্রিল পার্বতীপুর মডেল থানায় ১৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন, মামলা নং- ৩৯। আসামিরা অনেকেই জামিনে বের হয়ে বাদী ও সাক্ষীগণকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে এবং সম্পত্তিটি জবরদখল করার পায়তারা করছে বলে সংবাদ সম্মেলণের লিখিত অভিযোগে উল্লেখ করা হয়।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357