গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়ন কিনলেন জাহাঙ্গীর আলম ও তাঁর মা

হাসিব খান, গাজীপুরঃ || ২০২৩-০৪-২৬ ০৯:৪৯:০৩

image
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে গাজীপুর সিটির সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলম দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে রির্টানিং অফিসারের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আজ। এছাড়াও তার মা জায়েদা খাতুনও মেয়র পদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বুধবার (২৬ এপ্রিল) বিকেলে জাহাঙ্গীর আলম বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই তার উপর কর্মী সমর্থকদের ব্যাপক চাপ তৈরী হয়েছিল নির্বাচনে অংশগ্রহনের জন্য। প্রতিদিন সকাল থেকে গভীর রাতপর্যন্ত বিভিন্ন ইউনিটের কর্মী সমর্থকরা তার বাড়ীতে ভীর করে আসছে। তিনি তাদের প্রার্থী হওয়ার নিশ্চয়তা দিয়ে আশ্বস্ত করেছিলেন তিনি আরো একবার পরীক্ষা দিতে প্রস্তুত। প্রথম থেকেই দলের বিদ্রোহী প্রার্থী হওয়ার আভাস পাওয়া গেলেও মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে বিষয়টি নিশ্চিত হলো। এদিকে তার কর্মী সমর্থকদের সাথে কথা বলে জানা গেছে জনগনের সহানুভুতি থাকায় তিনি নির্বাচনের চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন। তবে দলীয় বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে কোন চাপ এলে তার বিকল্প হিসেবে তার মাকে নিয়েই মাঠে নামবেন কর্মী সমর্থকরার। সেজন্য তার মা জায়েদা খাতুনও নির্বাচনে অংশ নিতে সম্মত হয়েছেন। জাহাঙ্গীর আলম বলেন, আমি আরেকবার পরীক্ষা দিতে প্রস্তুত। নির্বাচনে সাধারণ জনগণকে যে ওয়াদা দিয়েছিলেন তিন বছরের মধ্যে তাকে বরখাস্ত করে প্রতিবন্ধকতা তৈরী করা হয়েছে। বাকী কাজ শেষ করতে তিনি চ্যালেঞ্জটা নিতে যাচ্ছি। এ লক্ষ্যেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজে মনোনয়ন ফরম তুলেছি। এছাড়াও মায়ের নামেও তিনি মনোনয়ন ফরম তুলেন বলে জানান। আগামীকাল বৃহস্পতিবার তিনি নিজে ও তার মা দুজনেরও মনোনয়ন ফরম জমা দেয়ার কথা রয়েছে। এদিকে এর আগে আওয়ামীলীগ দলীয় মনোনীত প্রার্থী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, গণফ্রন্টসহ বেশ কয়েকজন মেয়র পদে মনোনয়ন ফরম কিনলেও বিএনপির কেউ এখন পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেনি। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, ২৬এপ্রিল পর্যন্ত মেয়র পদে ১৩জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৯৮জন, সাধারণ আসনের কাউন্সিলর পদে ৩৪০জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তফসিল অনুযায়ী আগামীকাল পর্যন্ত মনেনয়ন ফরম ক্রয় ও জমা দিতে পারবেন প্রার্থীরা ৩০এপ্রিল মনোনয়নপত্র বাছাই ৮মে প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ। ৯মে প্রতীক বরাদ্ধ দেয়া হবে ভোট গ্রহণ করা হবে আগামী ২৫মে। নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান বলেন, গাজীপুর সিটি নির্বাচনের ৫৭টি ওয়ার্ডে ভোট নেয়ার জন্য ৪৭৮টি কেন্দ্র থাকবে, কক্ষ থাকবে ৩৪৯১টি। এছাড়াও অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৪৮৬টি। এছাড়াও প্রিজাইডিং অফিসার ৪৭৮জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৩হাজার ৪৯১জন, পোলিং অফিসার থাকবেন ৬হাজার ৯৮২জন।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com