দিনাজপুরে মুক্তিযোদ্ধার সাথে অভিনব প্রতারণার অভিযোগে নারীসহ গ্রেফতার-৬

শাহ্ আলম শাহী, দিনাজপুর || ২০২৩-০৪-২৬ ০৭:২০:৩৯

image
দিনাজপুরে শ্লীলতাহানির অপবাদ দিয়ে অভিনবভাবে এক বীর মুক্তিযোদ্ধাকে ব্লাকমেইল করে নগদ অর্থ এবং ইউএস ডলার হাতিয়ে নেয়ার অভিযোগে এক নারীসহ প্রতারক চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সেইসাথে উদ্ধার করা হয়েছে হাতিয়ে নেওয়া নগদ অর্থ সহ বাংলাদেশী ৪২ লাখ ৭ হাজার ১'শ টাকা মূল্যের ইউএস ডলার। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে আজ বুধবার বিকেলে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। আজ বুধবার ( ২৬ এপ্রিল) দুপুরে ফুলবাড়ী থানায় এক প্রেস ব্রিফিং এ এ তথ্য নিশ্চিত করেছেন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ আশ্রাফুল ইসলাম। তিনি, সাংবাদিকদেরচ জানান, গত ২৫/০৪/২০২৩ইং অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ জহির উদ্দিন (৭৯) এর ফুলবাড়ী থানাধীন দক্ষিন বাসুদেবপুর গ্রামের হাজিরমোড় এলাকার বাসা হতে একজন প্রতারক মহিলা ফেতরার টাকা গ্রহন করে বাসা হতে বের হয়ে যায়। কিছুক্ষন পরে স্থানীয় কয়েকজন বখাটে ছেলেদের নিয়ে পুনরায় ওই বাসায় গিয়ে অসুস্থ বৃদ্ধ মুক্তিযোদ্ধা জহির উদ্দীনের বিরুদ্ধে সেই প্রতারক মহিলাকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অপবাদ দিয়ে সমঝতা করার জন্য টাকা দাবি করে। এক পর্যায়ে বৃদ্ধ জহিরের কক্ষের বেড সাইড ড্রয়ার হতে নগদ টাকা ও বৃদ্ধের অপর ছেলের কক্ষ হতে নগদ বাংলাদেশী ১,৫০,০০০(এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা) ও ইউএস ডলার ৩৮,৬০০(বাংলাদেশী মুল্যমানের অনুমান ৪০,৯১,৬০০/-) চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দীন ফুলবাড়ী থানায় অভিযোগ করে। অভিযোগ প্রাপ্তেরচপর ফুলবাড়ী থানা পুলিশ বিষয়টি দ্রুত আমলে নিয়ে একাধিক টিমে বিভক্ত হয়ে অভিযানে নামে। এ সংক্রান্তে ফুলবাড়ী থানার একটি মামলা দায়ের হয়। মামলা নং- ০৮, তারিখঃ ২৬/০৪/২০২৩ খ্রিঃ ধারা-৪০৬,৪২০,৩৮০ পেনাল কোড রুজু হয়। আসামীদের ধরতে ফুলবাড়ী থানা পুলিশের ঝটিকা অভিযান শুরু করে। পুলিশ সুপার জনাব মোঃ শাহ ইফতেখার আহম্মেদ পিপিএম এর নির্দেশনা ও তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ মাসুম বিল্লাহ এর সমন্বিত পরিকল্পনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ও অতিরিক্ত দায়িত্ব ফুলবাড়ী সার্কেল মোঃ জিন্নাহ আল মামুন এর প্রত্যক্ষ্য নেতৃত্বে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ আশ্রাফুল ইসলাম এবং তদন্তকারী অফিসার এসআই(নিঃ) মোঃ আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে অভিযান শুরু হয়। সারারাত অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা থাকা এজাহার নামীয় আসামী প্রতারক মোছা. রেনু বেগম(৪৯), নাহিদ হাসান শুভ (২৭), মোঃ আব্দুল জলিল(৩৭), মোঃ আনোয়ারুল মন্ডল (৪০), মোঃ কামরুজ্জামান (৩৫) ও মোঃ নবিউল ইসলাম(৪২) গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তাদের হেফাজত থাকা ইউএস ডলার ৩৮৬০০(বাংলাদেশী মূল্যমান প্রায় ৪০,৯১,৬০০- চল্লিশ লক্ষ একানব্বই হাজার ছয়শত টাকা),বাংলাদেশী নগদ টাকা ১,১৫,৫০০/-(এক লক্ষ পনের হাজার পাঁচশত টাকা)সর্বমোট উদ্ধার ৪২,০৭,১০০/- (বেয়াল্লিশ লক্ষ সাত হাজার একশত) টাকা উদ্ধার করা হয়েছে। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিনব এই প্রতারণার কথা স্বীকার করেছেন বলেও জানিয়েছে পুলিশ।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com