আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্য গ্রেফতার, চারটি ভ্যান উদ্ধার
নূর আলম, নীলফামারী ||
২০২৩-০৪-২০ ০৩:৫১:৪২
আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে নীলফামারী থানা পুলিশ। গ্রেফতার অভিযানে চারটি চোরাই অটোভ্যান উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন হানিফা ওরফে হানিফা ডাকাত, পলাশ ওরফে পরেশ ঋষী ও জগদীশ ওরফে হোলু।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেসব্রিফিংয়ে অভিযানের কথা জানান পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।
এতে জানানো হয় গত ১৪এপ্রিল হানিফা তার পুর্বপরিচিত সামাদকে সুকৌশলে ডোমারে নিয়ে যান। ডোমার থেকে ফেরার পথে রাত আড়াইটার দিকে হানিফা সামাদের কাছে ভ্যানের হ্যান্ডেল নিয়ে তাকে ভ্যানে বসতে দেন একপর্যায়ে হরতকিতলা নামক স্থানে সামাদকে ধাক্কা দিয়ে সড়কে ফেলে ভ্যান নিয়ে পালিয়ে যান হানিফা। পরদিন থানায় এসে মামলা করেন সামাদ।
মামলার সুত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামী হানিফাকে গ্রেফতার করে পুলিশ।
নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) মুক্তারুল ইসলাম জানান, তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে ভ্যান চুরির সাথে জড়িত আরো দুইজনের নাম জানান। তার দেয়া তথ্যের ভিত্তিতে পলাশ ও জগদীশকে গ্রেফতার করা হয়। অভিযানকালে পলাশের বাড়ি হতে চুরি হওয়া চারটি ভ্যান উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম বলেন, ১৯এপ্রিল বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিয়েছেন। উদ্ধার হওয়া ভ্যানগুলোর মধ্যে একটি তাদের বলে সনাক্ত করেছেন সামাদের পরিবার।
এই চোরচক্রের সাথে আরও কারা জড়িত রয়েছে তাদেরও গ্রেফতার করা হবে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357