পার্বতীপুরে সরকারি চাল চুরির অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার
মামুনুর রশিদ, পার্বতীপুর(দিনাজপুর) ||
২০২৩-০৪-১৭ ০৪:২০:১৯
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়ন পরিষদের মোঃ জিল্লুর রহমান নামের এক ইউপি সদস্যকে ভিজিএফের ৮ বস্তা চালসহ গ্রেফতার করা হয়েছে। এ গ্রেফতারের ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে। এলাকাবাসী জানান, তারা কিছু বিশ্বস্ত মানুষের মাধ্যমে জানতে পারে ঈদ উপলক্ষে প্রদেয় ৭’শ বস্তা চাল যেখান থেকে প্রান্তিক জনগোষ্ঠীকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ১০ কেজি করে দেওয়ার কথা। এই চালের ১১ বস্তা ইউপি সদস্য জিল্লুর রহমানের বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে। বিষয়টি কানাঘুষায় ব্যাপক আকার ধারন করলে স্থানীয় গণ্যমান্যদের নিয়ে চাল গুলো ইউপি সদস্যের বাড়ি থেকে উদ্ধার করে বড় পুকুরিয়া কয়লাখনি পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। একই সময় ওই ইউপি সদস্যকে গ্রেফতার করে পার্বতীপুর মডেল থানায় নেয়া হয়। এ সংবাদ পাঠানো পর্যন্ত ইউপি সদস্য জিল্লুর রহমানকে থানা হাজতে রাখা ছিল। থানা সুত্র জানিয়েছে, মামলা রেকর্ড পূর্বক আজই শনিবার বিকেলে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
একটি সুত্র জানিয়েছে, ইউপি সদস্য জিল্লুর রহমান গ্রেফতারের পরপরই অন্যান্য ইউপি সদস্যরা সকলেই এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। অপর একটি সুত্রের দাবি, ঈদ উপলক্ষে হতদরিদ্র মানুষের জন্য ৭’শ বস্তা চাল নেয়ার পরপরই গোটা পরিষদটি ৯ বস্তা করে চাল নিজেদের ভাগে রাখার নিমিত্তে রাতারাতি নিজের বাড়িতে নিয়ে যায়। অন্যান্য ইউপি সদস্যদের বাড়িতে তল্লাশি করলে গণমানুষের আরো চাল মিলবে। এ ঘটনার পর আজ শনিবার দুপুর ৩টার দিকে সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান ঘটনাস্থলে তল্লাশি অব্যাহত রাখেন। আরও চাল উদ্ধারের তৎপরতা চলছে বলে জানা গেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাইলের সাথে কথা হলে জানান, গণমানুষের হক যারা বে-হক করে তাদের পরিণতি এমনই হয়। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান রেজওয়ানুল হক জানান, উদ্ধারের সময় আমিও ছিলাম। একজন চেয়ারম্যানের উপর তার ইউপি সদস্যের হেন কর্মকান্ডের কোন প্রভাব পরে কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের উত্তরদানে বিরত থাকেন।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357