ঈদুল ফিতর উপলক্ষে হিলি স্থলবন্দর ৬ দিন বন্ধ থাকবে

মুসা মিয়া, হিলি (দিনাজপুর) || ২০২৩-০৪-১৪ ১১:২০:৩১

image
ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর আগামী বুধবার থেকে টানা ছয়দিন ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ এপ্রিল (বুধবার) থেকে ২৪ এপ্রিল (সোমবার) পর্যন্ত টানা ছয়দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এবং ২৫ এপ্রিল (মঙ্গলবার) থেকে যথারীতি চালু হবে। তবে হিলি পানামা পোর্ট লিংক লি: এর সহকারি ব্যবস্থাপক (অপারেশন) অশিত কুমার স্যার্নাল জানান, সাপ্তাহিক ছুটির দিন ব্যতিত পোর্ট অভ্যন্তরে মালামাল লোড-আনলোড অব্যহত থাকবে। এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট ওসি শেখ আশরাফ জানান, হিলি স্থলবন্দর ছুটি থাকলেও উভয়দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com