দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বাংলা ১৪৩০ সনের নির্বাচনে মো. তহিদুল হক সরকার-আবু নঈম মো. হাবিবুল্লাহ প্যানেল বিপুল ভাবে নির্বাচিত হয়েছেন। ১৫ টি পদের মধ্যে ১৫টি পদেই সম্বিলিত আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল বিজয়ী হয়েছে।
৮ এপ্রিল শনিবার রাত ১.৫৭মিনিটে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট মো. আনোয়ার কামাল এই ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে মো. তহিদুল হক সরকার ২৭০ ভোট ও সাধারণ সম্পাদক আবু নঈম মো. হাবিবুল্লাহ ২৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সহ-সভপতি পদে নির্বাচিত হয়েছেন মো. মেহবুব হাসান চৌধুরী (লিটন) প্রাপ্তভোট ২৫২ ও মো. আবু বক্কর সিদ্দিক-২ প্রাপ্তভোট ২৫১, সহ-ধারণ সম্পাদক পদে রিচার্ড মুর্ম্মু, প্রাপ্তভোট ২৩০, মো. শাহরিয়ার কবীর (কিংশুক) প্রাপ্তভোট ২৫৬, কোষাধ্যক্ষ পদে মো. মাসুদ রানা-২ প্রাপ্তভোট ২৭৮, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে কোহিনুর পারভীন (চিস্তি) প্রাপ্তভোট ২৭৩,সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক মো. তোজাম্মেল হক লিটন প্রাপ্তভোট ২০৮, পাঠাগার সম্পাদক পদে মো. আহাম্মদ মন্ডল প্রাপ্তভোট ২৩৯ পেয়ে নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে নির্বাচিতরা হলেন রেখা মনি এর প্রাপ্তভোট ২৭৬, শুভ বিশ্বাস এর প্রাপ্তভোট ২৬৩, নাজনীন আরা ইয়াসমিন প্রাপ্ত ভোট ১৮৮, সৈয়দ মোসাব্বি হোসেন উচ্ছ্বাস এর প্রাপ্তভোট ২৭২, জয়ন্ত কুমার রায় জুয়েল এর প্রাপ্তভোট ২০৯।
সম্বিলিত আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল বিজয়ী হওয়ায় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357
News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com