বান্দরবানে শক্তি ফাউন্ডেশনের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মিঠুন দাশ, বান্দরবান ||
২০২৩-০৪-০৫ ০৬:১১:৪৩
বান্দরবানে শক্তি ফাউন্ডেশনের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার দুপুরে শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে জেলা প্রশাসক প্রাঙ্গন চত্ত্বর এই প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষ্যে জেলা প্রশাসক প্রাঙ্গন ও প্রান্তিক লেক এলাকায় সবুজায়নের লক্ষে ৬৫টি চারা রোপন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকীতে শক্তি ফাউন্ডেশনের হেড অব অডিট ডিপার্টমেন্টের সিনিয়র ডিরেক্টর নাজমুল আহসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। এসময় অন্যান্যদের মধ্যে শক্তি ফাউন্ডেশনের কক্সবাজার রিজিয়নের হেড বিপ্লব কুমার চৌধুরী, টিম লিডার এসএম তানজীর হোসেন, এরিয়া সুপারভাইজার অরুন চন্দ্র দাশ, সবুজ রায়, শাখা ব্যবস্থাপক সুমন কান্তি দে, আরিফ হোসেন চৌধুরীসহ শক্তি ফাউন্ডেশনের বান্দরবান শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯২ সনে প্রতিষ্ঠিত শক্তি ফাউন্ডেশন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি, এনজিও বিষয়ক ব্যুরো এবং যৌথ মূলধন কোম্পানী ও ফার্ম সমূহের পরিদপ্তর থেকে নিবন্ধনকৃত এই শক্তি ফাউন্ডেশন। বর্তমানে এই প্রতিষ্ঠান সমগ্র বাংলাদেশে ৫শ ৪টি শাখা অফিস ও ৮৭টি শক্তি মেডিক্যাল সার্ভিস সেন্টারের মাধ্যমে স্বাস্থ্য সেবা ও সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন, আর্থ সামাজিক উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও প্রশিক্ষণ প্রদান করে উপযুক্ত ঋণ দানের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357