রূপগঞ্জে ১ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
সাইফুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) ||
২০২৩-০৩-২৬ ০৭:২১:০৭
পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য আনসার আলীর অর্থায়নে প্রায় ১ হাজার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (২৬ মার্চ) দুপুরে উপজেলার হাবিবনগর এলাকার আলহাজ্ব লায়ন মোঃ হাবিবুর রহমান হারেজ সিটি কলেজ মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, তেল, লবণ, আলু, পিয়াজ, ডাল, বুট, মুড়িসহ ইফতার সামগ্রী।
এসব খাদ্য সামগ্রী পাওয়া হযরত আলী, ইমান আলী, সফুরা খাতুন, আলী আহমেদ, মনটু মিয়া, আকবর আলীসহ আরো অনেকে বলেন, রূপগঞ্জ ইউনিয়নের প্রতিটি গ্রাম ওয়ার্ড ও মহল্লার মানুষের মনের এবং ভালোবাসার নাম আনসার আলী। আল্লাহ তাআলা তাকে ভালো করবো। কারণ তিনি করোনা মহামারী, ঈদ, পূজা, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানসহ নিরীহ হতদরিদ্র ও সাধারণ মানুষের পাশে সব সময় থেকে সহযোগিতা করে গেছেন। শুধু তাই নয়, অনেক অসহায় পরিবারের মেয়েদের বিয়ে দিয়েছেন। এ ধরনের মানুষ পাওয়াটা ভাগ্যের বিষয়। এভাবেই আনসার আলীকে আমরা রূপগঞ্জ ইউনিয়নবাসী সব সময় সুখে-দুখে কাছে পেতে চাই।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, সদর ইউনিয়ন আওয়ামিলীগের সিনিয়র সহসভাপতি মোমেন মিয়া, সহসভাপতি ফারুক মিয়া, ২ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মনিরুজ্জামান বাদশা, ৯নং ওয়ার্ড আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আব্দুল সালাম, আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন, নবী হোসেন, সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শাহা মোহাম্মদ জিলানী ভান্ডারী, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মুরাদ হাছান, যুবলীগ নেতা সাদ্দাম হোসেন, আবু তাহের, আমিনুর ভূঁইয়া, ফরিদ ভূঁইয়া, সাইফুল ইসলাম মামুন, আবু সুফিয়ান, মেহেদী হাছান খান প্রমুখ।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357