"পার্বতীপুরে বঙ্গবন্ধু সরকারী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান"
মামুনুুর রশিদ, পার্বতীপুর (দিনাজপুর) ||
২০২৩-০৩-২২ ১১:২৩:০৭
দিনাজপুরের পার্বতীপুরে বঙ্গবন্ধু সরকারী উচ্চ বিদ্যালয়ে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তারুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আমজাদ হোসেন।
বিশেষ অতিথিরা হলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন (মোমিন), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল হক প্রধান, মল্লিকা সরকার, আতিয়ার রহমান, কাজী সালামী প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, তোমরা ছাত্র ছাত্রীরাই আগামীদিনের ভবিষ্যৎ। আগামীদিনে তোমাদেরই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সুশাসন প্রতিষ্ঠায় তোমাদেরই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্য এই সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু শিক্ষাক্ষেত্রে মেয়েদের তুলনায় ছেলেদের পিছিয়ে পড়ার বিষয়ে উদ্বেগও প্রকাশ করেন তিনি। এজন্য ছাত্র-ছাত্রীদেরকে উন্মুক্ত কুইজের মাধ্যমে নগদ অর্থ প্রদানের পাশাপাশি আগামী এসএসসি পরীক্ষায় বিদ্যালয়ের গোল্ডেন জিপিএ ফাইভ অর্জনকারীদের নগদ চার হাজার টাকা ও কক্সবাজার ভ্রমনে নিয়ে যাওয়ার পুরষ্কারের ঘোষণাও দেন। এতে বিদায়ী ছাত্র-ছাত্রীরা সহ সকল শিক্ষার্থী বিপুল করতালির মাধ্যমে তাকে অভিবাদন জানান।
পরে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিরা। পরিশেষে বিদায়ী ছাত্র-ছাত্রীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357