খানসামাকে ভূমি-গৃহহীনমুক্ত ঘোষণা করল প্রধানমন্ত্রী

শাহ্ আলম শাহী, দিনাজপুর || ২০২৩-০৩-২২ ০৮:০০:৪২

image
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনাজপুরের খানসামা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন। ভূমিহীন ও গৃহহীনদের আবাসন নিশ্চিত করার সরকারের এসডিজি লক্ষ্যমাত্রার অংশ হিসেবে মুজিববর্ষ উপলক্ষে সারা দেশের ন্যায় দিনাজপুরের খানসামাও ভূমিহীন ও গৃহহীন ১৫৯টি পরিবারকে ঘর হস্তান্তর করা হয়েছে।এ নিয়ে খানসামা উপজেলায় মোট ১৩১৬ টি গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়। আজ বুধবার ( ২২ মার্চ) সকালে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমির দলিল ও নির্মাণকৃত গৃহসমূহের চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। এ উপলক্ষে খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুম কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদা আক্তার এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মারুফ হাসান এর সঞ্চালনায় ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.মেহেদী হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজ পারভীন, থানা অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারি, ইউপি চেয়ারম্যান ও সদস্যগণ ও ঘর পাওয়া নানা শ্রেণীর গৃহহীন মানুষেরাও উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মারুফ হাসান জানান, ইতিপূর্বে ১ম, ২য় ও ৩য় পর্যায়ে যথাক্রমে ৪১০, ৪৪৭ ও ৩০০ টি সর্বমোট ১১৫৭ টি “ক” শ্রেণির পরিবারকে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে। খানসামা উপজেলার মোট “ক” শ্রেণির উপকারভোগীর সংখ্যা ১৫০৯ জন। এর মধ্যে ১১৫৭ জনকে পূর্ণবাসন করা হলে অবশিষ্ট ৩৫২ টি “ক” শ্রেণির পরিবারকে পুনরায় যাচাই-বাছাই করার জন্য এবং আরো কোনো ভূমিহীন ও গৃহহীন আছে কি না উপজেলার প্রতিটি ইউনিয়নে ঢোল-সহরত,মাইকিং করে ৩৫২ থেকে ১৫৯ জনের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়। ৪র্থ পর্যায়ে এসে এই ১৫৯ জনকে জমিসহ গৃহ প্রদানের মাধ্যমে খানসামা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করেছেন সরকার।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com