দিনাজপুরে ‘রংধনু’র জমকালো প্রকাশনা উৎসব

শাহ্ আলম শাহী, দিনাজপুর || ২০২৩-০৩-২২ ০৭:৫৮:১৯

image
জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হলো দিনাজপুর লেখক পরিষদের কাাাব্যবগ্রন্থ 'রংধনু-দুুই' এর প্রকাশনা উৎসব। ৫০ জন কবির ৫০টি কবিতার সমন্বয়ে রচিত কাব্যগ্রন্থ রংধনু-দুই এর প্রকাশনা উৎসব হয়েছে মঙ্গলবার রাত ৮ টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে। দিনাজপুর লেখক পরিষদের সভাপতি বৃহত্তর দিনাজপুরের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সফস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী সদস্য জাকিয়া তাবাসসুম জুঁই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন, দিনাজপুর লেখক পরিষদের সাধারণ সম্পাদক শাহ্ আলম শাহী এবং সিনিয়র সহ-সভাপতি মো. লাল মিয়া। সাবিনা ইয়াসিন ইতি,কমল কুজুর ও হীরা লালের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে 'রংধনু-দুই' মোড়ক উন্মোচন করেন, বিশিষ্ট কবি সাহিত্যিক, গবেষক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহজারুল ইসলাম সরকার,কবি প্রফেসর আব্দুল জলিল,কবি সাহিত্যিক মো. আখতারুল আলম বুলু,কবি ও সাংবাদিক জিনাত রহমান এবং কবি ও গবেষক আযাদ কালাম। বইটির উপর আলোচনা করেন,বিশিষ্ট কবি সাহিত্যিক ও গবেষক আযাদ কালাম, বিশিষ্ট গল্পকার ও সাংবাদিক মাহাবুব আলী,কবি ও গবেষক আব্দুল জলিল, কবি অদিতি রায় ও পরিষদের সাহিত্য সম্পাদক কাশী কুমার দাশ ঝন্টু। অনুষ্ঠানে বক্তারা বলেছেন, জাতির পিতা বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর ঘনিষ্ঠ সহচর প্রয়াত এডভোকেট আজিজুর রহমান এম.এন.এ কে তুলে ধরে নতুন প্রজন্মকে প্রকৃত বাংলাদেশের ইতিহাস জানাতে 'রংধনু-দুই' বইটি একটি মাইলস্টন হয়ে থাকবে। সাংগঠনিক তৎপরতায় বিশেষ অবদানের জন্যে অনুষ্ঠানে দিনাজপুর লেখক পরিষদের পক্ষ থেকে সংগঠনের ১৬ জন বিশেষ সম্মাননা স্মারক এবং সাহিত্যে বিশেষ অবদানের জন্যে নওরোজ সাহিত্য ও পাঠক ফোরামের পক্ষ থেকে কবি মো. আখতারুল আলম বুলু ও কলামিস্ট মো বেলাল উদ্দীনকে এবং সংগীতে বিশেষ অবদানের জন্যে মো. সাদেকুল ইসলাম স্বাধীন ও আন্তর্জাতিক মানের সংগীতে বিশেষ অবদানের জন্যে শুভেচ্ছা আলম রীচি এবং সাংগঠনিক তৎপরতা ও বিনোদনে নতুনত্ব সৃষ্টিতে আমার চ্যানেল আই দর্শক ফোরাম-দিনাজপুরের পক্ষে সৈয়দ মমতাজুর ইসলাম মততাকে অতিথিবৃন্দ শুভেচ্ছা সম্মাননা স্মারক হাতে তুলে দেন। স্বরচিত কবিতা আবৃতিতে অংশ নেন, কবি ও ছড়াকার মোমিনুল ইসলাম, কাশী কুমার দাশ ঝন্টু, কমল কুজুর, লাল মিয়া,জাকিয়া তাবাসসুম জুঁই, শাহ্ আলম শাহী, অদিতি রায়, সাথী, মামুনুর রহমান জুয়েল, নিরঞ্জন হীরা, ইয়াসমিন আরা রানু, মিজানুর রহমান ডোফুরা, সাবিনা ইয়াসমিন ইতি, মুকিদ হায়দার, ফাতেমা বেগম,রোজিনাসহ অনেকেই। পরে অনুষ্ঠিত হয় এক জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মামুনুর রহমান জুয়েলের প্রাণবন্ত সঞ্চালনায় গান পরিবেশন করেন, জনপ্রিয় সংগীত শিল্পি হাসান আলী শাহ, এডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই এমপি, শুভেচ্ছা আলম রীচি, সাদেকুল ইসলাম স্বাধীন, কামরুজ্জামান দুলাল, বিলকিস জান্নাত, মামনুর রহমান জুয়েল ও শাহ্ আলম শাহী।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com