নাগরিক সংবর্ধণা পেলেন নীলফামারীর পৌরসভা মেয়র

নূর আলম, নীলফামারী || ২০২৩-০৩-১৯ ০৫:১১:১১

image
বর্ণিল আয়োজনে নীলফামারী পৌরসভার টানা ছয়বারের মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ বাংলাদেশ পৌরসভা সমিতির দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় নাগরিক সংবর্ধণা প্রদান করা হয়েছে। গতকাল রাতে শহরের পৌরসভা মাঠে এই সংবর্ধণার আয়োজন করে নাগরিক সংবর্ধণা আয়োজক কমিটি। এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে নীলফামারী-০১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলিম এবং জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মমতাজুল হক বক্তব্য দেন সভায়। সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য জোনাব আলী সভায় সভাপতিত্ব করেন। জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ও দফতর সম্পাদক অধ্যক্ষ শহিদুল ইসলাম সংবর্ধণা অনুষ্ঠান সঞ্চালনা করেন। সংবর্ধণা অনুষ্ঠানে আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠন ছাড়াও ব্যক্তি, প্রতিষ্ঠান, দফতরসহ বিভিন্ন উদ্যোগে মেয়র দেওয়ান কামাল আহমেদকে ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধিত নীলফামারীর মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, জনগণের ভোটের মাধ্যমে ১৯৮৯সাল থেকে আজ পর্যন্ত আমি নীলফামারী পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করছি। কি ছিলো আর কি হয়েছে যা এই পৌরসভার মানুষই বলবেন। বাংলাদেশ আওয়ামীলীগ এবং জনগণের সহযোগীতায় নীলফামারী পৌরসভা থেকে বাংলাদেশের ৩২৯টি পৌরসভার সংগঠন ম্যাব এর দায়িত্ব নিয়ে আমি ২০১৯সাল থেকে নেতৃত্ব দিয়ে আসছি। নতুন করে আবারো ম্যাব এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছে এই অর্জন নীলফামারীর মানুষের তথা বাংলাদেশ আওয়ামীলীগের। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর বলেন, দেওয়ান কামাল আহমেদ ম্যাব এর দায়িত্ব পাওয়া এই এলাকার মানুষের বিজয়। তিনি ছাত্র জীবন থেকে রাজনীতি করে এসেছেন, তৃণমুল পর্যায় থেকে তিনি অনেক বড় দায়িত্বে এসেছেন। এর পেছনে তার মেধা আছে, শ্রম আছে, দলের প্রতি আনুগত্য আছে, দলের সহযোগীতা আছে এবং জনগণের সহযোগীতা আছে। সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। এনিয়ে কোন বিতর্ক নেই। নীলফামারীর যে এত পরিবর্তন তা একমাত্র বঙ্গবন্ধু কন্যার কারণে হয়েছে। নীলফামারী পৌরসভা মডেল থেকে স্মার্ট পৌরসভায় পরিনত হবে এমন প্রত্যাশা এই মঞ্চ থেকে আমরা প্রত্যাশা করি। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা অপু বিশ্বাস, সঙ্গিত শিল্পি ইমরান ও ব্যান্ডদল লালনের সুমি।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com