পলাশে সাংবাদিক নির্যাতনের ঘটনায় কাউন্সিলর এর সাথে আপোষ মিমাংসা ও ঘটনার সত্যতা প্রকাশ

হাজী জাহিদ, নরসিংদী || ২০২৩-০৩-১৭ ১৫:০৯:৩৬

image

পলাশে সাংবাদিক নির্যাতনের ঘটনায় কাউন্সিলর এর সাথে আপোষ মিমাংসা ও ঘটনার সত্যতা প্রকাশ।  গ্রেফতারের দাবি এবং ঘটনার  সত্যতার ব্যাক্ষা দিয়েছেন ২নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হাসান।

নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও আলোকিত প্রতিদিনের স্থানীয় সাংবাদিক ফারদিন হাসান দিপ্তকে মারধর ও নির্যাতনের প্রতিবাদে প্রতিবাদ সভায় বলা হয়েছে সাংবাদিককে বেদর পিটানো ও মারধর করা হয়েছে। আসলে ঘটনাটি ভুলভাবে বুঝানো হয়েছে ও প্রচার করা হয়েছে বলে জাহিদ হাসান তার নিজস্ব ভেরিফাইড ফেইজবুক আইডিতে লাইভে এসে জানান। ২ নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হাসান ফেসবুক লাইভে জানান, পলাশ উপজেলা পরিষদের ইউএনও মহোদয়ের বাসভবনের পাশে নির্জন জায়গায় স্কুল ড্রেস পরিহিত অবস্থায় ছেলে ও মেয়ে দীর্ঘক্ষণ বসে গল্প করছিল। এই দৃশ্যটি ওইখানে চলাকালীন লোকজনের চোখে পড়ে এবং ছেলে ও মেয়েকে জিজ্ঞাসা করে স্কুল বাদ দিয়ে এখানে অনেকক্ষণ যাবৎ কি করছে। এগুলার এক পর্যায়ে ওইখানে থাকা লোকজনের সাথে বাকবিদণ্ডায় জড়িয়ে পড়ে ফারদিন হাসান দীপ্ত।

পলাশ উপজেলার নতুন ভবনের নির্মাণ কাজ চলমান অবস্থায় ফারদিন হাসান দীপ্ত এক পর্যায়ে এই ভবনের ভিতরে প্রবেশ করলে লোকজন তাকে আটক করে এবং জিজ্ঞাসা করে ছেলে মেয়ে নতুন ভবনে কেন ঘোরাঘুরি করছে। এক পর্যায়ে ফারদিন হাসান দীপ্ত তাদের সাথে ক্ষিপ্ত হয় এবং ওইখানে থাকা লেবার তাদের সাথে খারাপ এবং মার মুখে আচরণ করে। এ বিষয়টি আমার নজরে আসে তখন আমি লোক মাধ্যমে তাকে ঢাকাই এবং কি হয়েছে জানতে চাই। কিন্তু সে আমার ডাক কর্ণপাত না করে তাদের সাথে হাতাহাতি শুরু করে দেয়। মেয়ে নিয়ে ঘোরাঘুরি নতুন বিল্ডিং এ ঢুকে গল্প গুজব করলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। আমি ২ নং ওয়ার্ড কাউন্সিলর যেহেতু এটা আমার ওয়ার্ড এবং এই বিল্ডিং কন্ট্রাকশনের সাথে আমি জড়িত অতএব আমি ঢাকাতে পারি এবং তাকে অন্য লোকের মাধ্যমে এনে যাতে ভবিষ্যৎ এরকম আর না করে আমি তাকে শাসন করি।

কিছু কচক্রী মহল এই তুচ্ছ ঘটনাকে অনেক বড় ঘটনা সাজিয়ে আমাকে সমাজে ছোট করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি সাংবাদিকদের সম্মান জানাই এবং সাংবাদিকতা একটি মহান পেশা। কিন্তু এ বয়সে সে সাংবাদিকতার সাথে জড়িত সেটি আমি জানিনা; সাংবাদিকতায় জড়িত থাকতেও পারে সেটি তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু দুই গ্রুপের মারামারি সমাধান করতে আমি তাকে শাসন করেছি। 

মঙ্গলবার (১৪ মার্চ) সকালে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম সফি, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ মনা, রিপোর্টার্স ক্লাবের সভাপতি নুরেআলম রনি সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ও পলাশ থানায় দোষীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পরের দিন ঐ কথিত সাংবাদিক তার ভুল বুঝতে পেরে; আন্দোলন করা সমস্ত সাংবাদিকদেরকে বাদ দিয়ে ২নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হাসান ভূইয়ার পক্ষে মামলায় অভিযুক্ততা প্রত্যাহার করে আপোষ মিমাংসা করে জাহিদ হাসান ভূইয়া কে জামিন করিয়ে আনে। সুত্র জানায় এ ঘটনাকে কেন্দ্র করে ঘোড়াশাল পৌরসভার সব কাউন্সিলরা এক হয়ে পাল্টা মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত করতে চাইলে উপর মহলের হস্তক্ষেপে তা বন্দ হয় নতুবা পাল্টাপাল্টি প্রতিবদ সভা ও মানববন্ধনে অবস্থা খারাপ হত।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com