দিনাজপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে কৃষ্ণ চন্দ্র রায়কে আটক করেছে পুলিশ

শাহ্ আলম শাহী, দিনাজপুর || ২০২৩-০৩-১৭ ১৪:২৩:২৫

image

দিনাজপুরে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে কৃষ্ণ চন্দ্র রায়(২৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার ( ১৭ মার্চ) সন্ধ্যায় কোতয়ালী থানা পুলিশ তাকে রামনগর এলাকা থেকে আটক করে। আটককৃত কৃষ্ণ চন্দ্র রায় দিনাজপুর সদর উপজেলার ১ নং চেহেলগাজী ইউপির উত্তর গোবিন্দপুর গ্রামের প্রফুল্ল চন্দ্র রায়ের ছেলে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ শুক্রবার বিকেল ৩ টায় প্রতিবন্ধী ওই তরুণীকে তার পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগে প্রতিবেশি কৃষ্ণ চন্দ্র রায় তরুণীকে ধর্ষণ করে।

পরে ওই তরুণীর চিৎকারে প্রতিবেশিরা ছুঁটে এলে ধর্ষক পালিয়ে যায়। এ ঘটনায় ধর্ষিতার মাতা থানায় অভিযোগ করেন। পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক কৃষ্ণ চন্দ্র রায়কে রামনগর এলাকা থেকে আটক করতে সক্ষম হয়।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com