দিনাজপুরে ইজিবাইক মালিক-শ্রমিক চালকদের মানববন্ধন ও বিক্ষোভ

সুলতান মাহমুদ, দিনাজপুর || ২০২৩-০৩-১৫ ০৭:২৬:৩৫

image
দিনাজপুরে ১১ দফা দাবীতে মানববন্ধন, বিক্ষোভ ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছে ব্যাটারিচালিত ইজিবাইক মালিক-শ্রমিক চালক সোসাইটি ঐক্য পরিষদ। আজ বুধবার (১৫ মার্চ) সকাল ১১টার দিকে দিনাজপুর পৌরসভার সামনের সড়কে ঘন্টা ব্যাপী দিনাজপুর জেলা ব্যাটারিচালিত ইজিবাইক মালিক-শ্রমিক চালক সোসাইটির ব্যানারে তারা এই কর্মসূচী পালন করে। এছাড়া সকাল ৬টা হতে দুপুর ২টা পর্যন্ত সকল ইজিবাইক চলাচল বন্ধ রেখে কর্মবিরতি কর্মসূচী পালন করে তারা। মানববন্ধন থেকে দিনাজপুর পৌর ও সদর উপজেলা এলাকায় চলাচলরত সকল মালিক-শ্রমিক চালকদের বর্তমান সৃষ্ট আন্দোলন সমাধানকল্পে ১১দফা দাবী পেশ করেন তারা। এসব দাবীর মধ্যে রয়েছে-ইজিবাইক সংক্রান্ত সকল সমস্যা চিহ্ণিত করে দিনাজপুর সদর আসনের সংসদ ও জাতীয় সংসদের হুইপ ইকবাল রহিম এমপির উপস্থিতিতে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে আইনশৃঙ্খলা সভায় বিষয়টি সুষ্ঠু সমাধান ও পৌরসভা ঘোষিত অবৈধ নিবন্ধন ফি বাতিল করা, প্রাতিষ্ঠানিকভাবে ইজিবাইকে যে কোন মন্ত্রনালয়ে নিয়মসিদ্ধভাবে অন্তর্ভুক্তকরণ ও আইনী জটিলতা নিরসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌর প্রশাসন ও ইজিবাইক সোসাইটির নেতৃবৃন্দের সমন্বয়ে ইজিবাইক পরিচালনা নিয়ন্ত্রণ কমিটি গঠন, নীতিমালা প্রণয়ন এবং ভাড়া নির্ধারণ করা, সোসাইটির নেতৃবৃন্দের জরিপকৃত প্রকৃত মালিকদের বৈধ কাগজের ভিত্তিতে এবং পৌরসভা ও সদরের স্থায়ী বাসিন্দাদের মধ্যে লাইসেন্স দেওয়া, নিবন্ধন নয়, রিক্সার আদলে মালিক ও চালকদের লাইসেন্স প্রদান ও সহনীয় পর্যায়ে মালিক ও চালক লাইসেন্স ফি নির্ধারণ করা, ডে-নাইট প্রথা চালু করা ইত্যাদি উল্লেখযোগ্য। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা ব্যাটারিচালিত ইজিবাইক মালিক-শ্রমিক চালক সোসাইটির সভাপতি মোঃ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রাজু আহমেদ, সোসাইটির নীতিনির্ধারনী ফোরামের আহবায়ক জুলকারনাইন সাগর ও সদস্য সচিব আবু তালেব প্রমুখ।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com