ফুলবাড়ীতে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ প্রদান
জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম) ||
২০২৩-০৩-১৫ ০৫:৪৬:৫০
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২২-২৩ অর্থ বছরে খরিপ -১ মৌসুমে ২০২৩-২৪ এর কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফুলবাড়ীর আয়োজনে ১১শত কৃষকে আউশের বীজ ও আটশত কৃষককে পাটের বীজ বিনামূল্যে প্রদান করা হয়েছে। বিনামূল্যের সার ও বীজ প্রদান এর সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার,উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস,কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, উপজেলা কৃষি অফিসের সকল উপসহকারী কৃষি কর্মকর্তা সহ আরো অনেকে।এসময় প্রতি কৃষকে ৫ কেজি বীজ, ডিএসপি সার ১০ কেজি,এমওপি সার ১০ কেজি ও ১ কেজি করে পাট বীজ প্রদান করা হয়।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357