নীলফামারীতে ‘স্কুল ব্যাংকিং কনফারেন্স’ অনুষ্ঠিত
নূর আলম, নীলফামারী ||
২০২৩-০৩-১৫ ০৫:১৮:২৫
স্কুল শিক্ষার্থীদের মাঝে সঞ্চয়ি মনোভাব বৃদ্ধির লক্ষ্যে ‘স্কুল ব্যাংকিং কনফারেন্স’ নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে।
ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড নীলফামারী শাখার আয়োজনে এবং অন্যান্য ব্যাংকের সহযোগীতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিল্পকলা অডিটোরিয়ামে সকালে বেলুন উড়িয়ে কর্মসুচীর উদ্বোধন শেষে বনার্ঢ্য এক র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে শিল্পকলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুরের নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম।
ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড নীলফামারী শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক রংপুরের পরিচালক জামাল উদ্দিন, সোনালী ব্যাংক নীলফামারী প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ওয়াহেদুননবী, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক(রাকাব) নীলফামারী জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক শাহিনুর রহমান ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসি আশরাফি।
শিক্ষার্থীদের মাঝে নীলফামারী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সুস্মিতা রায় ও নীলসাগর ক্যাডেট একাডেমির অষ্টম শ্রেণির ছাত্র আসাদুজ্জামান নবীন বক্তব্য দেয়।
ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড নীলফামারী শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক আর্থিক শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের ব্যাংকিং সেবা ও আধুনিক ব্যাংকিং প্রযুক্তির সাথে পরিচিত করার পাশাপাশি তাদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এই কনফারেন্সের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগীতা, র্যাফেল ড্র এবং পাঁচ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357