এটিএন বাংলা'র ভাইস প্রেসিডেন্ট মিডিয়া কর্মী দুর্গাপুরের লাল মোহাম্মদ এর ইন্তেকাল, দোয়া কামনা
মোবারক হোসেন শিশির, দুর্গাপুর, রাজশাহী ||
২০২৩-০৩-১৩ ১০:৩০:২৫
বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় কর্মরত মিডিয়া লাল মোহাম্মদ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন তার পরিবার। মরহুম মিডিয়াকর্মী লাল মোহাম্মদের বিধি আত্মার মাগফেরাত কামনা করে গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন দুর্গাপুর সাংবাদিক সমাজে কর্মরত সকল সংবাদকর্মী। মিডিয়াকর্মী মরহুম লাল মোহাম্মদ রাজশাহীর দুর্গাপুর উপজেলার পানানগর গ্রামের মৃত কেতাব প্রামানিকের পুত্র।
মরহুম মিডিয়াকর্মী লাল মোহাম্মদের ভাতিজা ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর রাজশাহী শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. ইস্তাজুল ইসলাম বাপ্পি জানান, চাচা লাল মোহাম্মদ বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি প্রতিদিনের ন্যায় সকাল ৯ টায় ঢাকার মিরপুরস্থ এটিএন বাংলা'র কার্যালয়ে যান। অফিসে কর্মরত অবস্থায় ১৩ মার্চ বেলা পৌনে দুইটার দিকে হঠাৎ বুকে ব্যথা জনিত কারণে অসুস্থ হয়ে পড়লে সহকর্মীবৃন্দ তাকে দ্রুত ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী ও লোপা, নোহা নামক দুই কন্যা সন্তান রেখে মৃত্যু বরন করেন।
এটিএন বাংলার ভাইস প্রেসিডেন্ট লাল মোহাম্মদ মৃত্যু'র খবর ছড়িয়ে পড়লে নিজকর্মস্থল এটিএন বাংলা কার্যালয় ও জন্মস্থান রাজশাহীর দুর্গাপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে। লাল মোহাম্মদ এর মৃত্যুতে আমরা মিডিয়া জগতের এক উজ্জ্বল নক্ষত্রকে হারালাম যা কোনদিন-ই পূরন হবার নই বলে মরহুমের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করে এসব সন্তুষ্ট পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন দুর্গাপুর সাংবাদিক সমাজে কর্মরত সকল সংবাদ কর্মী।
সন্ধ্যা ৬টায় নিজ কর্মস্থল এটিএন বাংলা কার্যালয়ের সামনে মরহুমের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হবে এবং মরহুমের জন্মস্থান রয়েছে দুর্গাপুর উপজেলার পানানগরে আগামী ১৪ মার্চ মঙ্গলবার দ্বিতীয় জানাজা নামাজ এর পর নিজ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া কামনা করেছেন মরহুমের ভাতিজা ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর রাজশাহী শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. ইস্তাজুল ইসলাম বাপ্পি।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357