বান্দরবানের টাংকাবতী এলাকায় র্যাবের অভিযানে ৯ জঙ্গি আটক
মিঠুন দাশ, বান্দরবান ||
২০২৩-০৩-১৩ ০৩:৪৮:৪৯
বান্দরবানের টংকাবতী এলাকা থেকে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ৯ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি অস্ত্র, বোমা তৈরির সরঞ্জামাদি, গোলাবারুদ উদ্ধার করা হয়।
সোমবার (১৩ মার্চ) সকাল ১১টার সময় বান্দরবান জেলা পরিষদের হল রুমে এ বিষয়ে প্রেস ব্রিফিং করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মইন।
আটককৃতরা হলেন, ১। মোঃ দিদার হোসেন (২৫), ২। আল আমিন সর্দার (২৯), ৩। সাইনুন (২১), ৪। তাহিয়াত চৌধুরী (১৯), ৫। মোঃ লোকমান মিয়া (২৩), ৬। মোঃ ইমরান হোসেন (৩৫), ৭। মোঃ আমির হোসেন (২১), ৮। মোঃ আরিফুল রহমান (২৮), ৯। শামিম মিয়া (২৪)।
এসময় তিনি বলেন, রবিবার ভোর রাত থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে মোট ৯ জন সদস্যকে গ্রেফতার করা হয়। এ পর্যন্ত ৬৮জন জঙ্গি ও ১৭ জন কেএনএফ সদস্যকে আটক করা হয়েছে বলে জানান। এ অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।
র্যাবের সূত্রে জানা যায়, সম্প্রতি উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে স্বেচ্ছায় হিজরতের নামে বাড়ি থেকে নিরুদ্দেশ হয় ১৯ জেলার ৫৫ তরুণ। এ তরুনদের অনেকেই জঙ্গিবাদে জড়িয়ে নতুন করে কথিত হিজরতের নামে ঘরছেড়ে জামাতুল আনসারের হয়ে পাহাড়ি এলাকার আস্তানায় আশ্রয় নেয়। এসব আস্তানায় হিজরত করা তরুণদের ভারি অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেয় একটি পাহাড়ী সন্ত্রাসীদল। নতুন এ জঙ্গি সংগঠনকে প্রশিক্ষণ দেয়া পাহাড়ী সন্ত্রাসী সংগঠনের নাম ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট’ (কেএনএফ)।
উল্লেখ্য, ১৭অক্টোবর থেকে জঙ্গি ও সন্ত্রাস নির্মূল করতে অভিযানে নামে র্যাব ও সেনাবাহিনী।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357