দিনাজপুরে আদিবাসীদের মানববন্ধন, বিক্ষোভ ও সংবাদ সম্মেলন

শাহ্ আলম শাহী, দিনাজপুর || ২০২৩-০৩-১২ ১৪:০২:২৮

image
দিনাজপুরে মানববন্ধন, বিক্ষোভ প্রদর্শন ও সংবাদ সন্মেলন করেছে জাতীয় আদিবাসী পরিষদ । আজ রোরবার (১২ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী দিনাজপুর প্রেসক্লাব এ কর্মসুচি পালন করে তারা। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য অবিলম্বে ভুমি কমিশন গঠন, নবাবগঞ্জ এর গিলাইঝুকি সুজন পাড়ায় সেচকার্য্য বিঘ্নকারী ভুমিদস্যু ও হামলাকারী পুলিশ প্রশাসন ও ভুমি অফিসের দূর্নীতির বিচারসহ সরকারের দেয়া আদিবাসীদের কাছে সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবীতে এ আন্দোলন করেছে জাতীয় আদিবাসী পরিষদ। জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুর জেলা শাখা আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা শাখার সভাপতি শীতল মার্ডি। তিনি লিখিত বক্তব্যে বলেন, দিনাজপুরের নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাটসহ সারাদেশের বিভিন্ন জেলা/উপজেলার নির্জন নিভৃত পল্লীতে রাষ্ট্রিীয় আইন শৃংখলা বাহিনী পুলিশ ও ক্ষমতাসীন দলীয় ভুমিদস্যু নেতাকর্মীদের নির্যাতন নিপিড়নের শিকার হচ্ছেন তারা। আদিবাসীদের জমি জোবর দখল, মিথ্যা মামলার মাধ্যমে হয়রানী ও পুলিশী হেফাজতে আদিবাসী নারী পুরুষ জনগোষ্ঠিকে মারধোরের ঘটনাও ক্রমান্বয়ে বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন আদিবাসী নেতারা। লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, জাল জালিয়াতি ও দলীয় ক্ষমতার প্রভাবে পুলিশ বাহিনীকে ব্যবহার করে আমাদের পূর্ব পুরুষদের জমিজমা কেড়ে নেয়া হচ্ছে, নি:স্ব করে দেয়া হচ্ছে আদিবাসী নিরাপরাদ মানুষদের। প্রতিনিয়তই জীবন ও সম্পদ হারানোর শংকায় শংকিত হয়ে এলাকায় বসবাস করছেন তারা। এসময় তারা বলেন, নবাবগঞ্জ উপজেলার ঢুডু সরেনের দুই প্রজন্মকে হত্যা করা হয়েছে অথচ ঢুডু সরেনের ছেলে মিথ্যা মামলা মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। চোখের সামনে সদরের নিমনগর বালুবাড়িতে সাওঁতাল মন্দির দখল হয়েছে। সম্প্রতি নবাবগঞ্জের গিলাইঝুকি ইউনিয়নের সুজন পাড়ায় সুনিরাম হেমরম ও বুদান মূর্মূর চাষের জমিতে সেচ্ প্রকল্পের আওতায় অগভীর নলকুপের অনুমোদন থকা সত্বেও সেচ আইন অমান্য করে করে স্থানীয় ভুমিদস্য ইব্রাহীম, মোতালেব, তোফাজ্জল, আমির হোসেন প্রমুখের যোগসাজোশে স্যামুয়েল সরেনকে পুতুল হিসেবে সামনে রেখে পুলিশ প্রশাসনের সহযোগীতায় দফায় দফায় হামলা, বাড়ি ভাংচুর, নারী নির্যাতন ও মধ্যরাতে তাদের তুলে আটকে রেখে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী করা হচ্ছে। গত ৩ ফেব্রয়ারী ভুমিদস্যুদের পক্ষ নিয়ে পুলিশ সুনিরাম হেমরম ও বুদান মূর্মূকে গ্রেফতার করে থানা নিয়ে ব্যাপাক মারধোর করেছে। আটকের সময় পুলিশ ১ লাখ ১৫ হাজার টাকা ও পরিবারের সদস্য দামী মোবাইল লুট করে নেয় এবং নারীদের গ্রেফতার করে নিয়ে। এছাড়াও অব্যহত ভাবে পুলিশ এবং ভুমিদস্যুরা হুমকি ধামকি দিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে চলেছে। এব্যাপারে তারা খোজখবর নিয়ে জানতে পেরেছেন স্থানীয় সাংসদ এর পিএস সায়েম সবুজের নিদের্শে পুলিশ এসব করছে। তাদের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানী,ন্যায় বিচার না পাওয়া ও নারী –পুরুষদের উপর হামলা, বনভুমি উজার প্রকৃতি ধ্বংস, কখনো ব্যক্তি পর্যায়ে জমি দখল, কখনো রাষ্ট্রীয় পর্যায়ে ইকো পার্ক এবং বিনোদন কেন্দ্রের জন্য জমি অধিগ্রহনের নামে আদিবাসী জনগোষ্ঠি জমি জোবর দখল করে নেয়া হচ্ছে। এসমস্ত আক্রমনের কথা সরকার এবং জনগনকে জানাতেই আমরা সংবাদ সম্মেলন করেছি। বৈষম্যহীন কর্ম সংস্থান, সু শিক্ষার অধিকারসহ আমরা এদেশের স্বাধীনতা সংগ্রামের সমান অংশীদার ও রাষ্ট্রের নাগরিক হিসেবে অন্যান্য সকলের মত ন্যায় সঙ্গত সমান অধিকার এবং অবৈধভাবে জোবরদখল করা সকল জমিজমা ফেরতসহ পুলিশী হয়রানী, নারী নির্যাতন ও নিপিড়ণ, মিথ্যা মামলার মাধ্যমে হয়রানী বন্ধসহ সকল আদিবাসী নেতাকর্মীর খুন, ধর্ষণের সঙ্গে জড়িত সকল অপরাধিদের দৃষ্টান্তমুলক কঠোর শাস্তি চাই, দিতে হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন,বাসদ এর আহবায়ক কিবরিয়া হোসেন, এ্যাড আব্দুল হাকিম, জেলা কমিটির সহ সভাপতি শিবানী উড়াও ও রেখা হাঁসদা প্রমুখ। সংবাদ সম্মেলন শেষে তারা একই দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসুচী পালন করে।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com