১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন সফল করতে রূপগঞ্জে আওয়ামীলীগের প্রস্তুতিমূলক সভা

সাইফুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) || ২০২৩-০৩-১০ ১১:৫৪:৩৬

image
আগামী ১৭ ই মার্চ শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম শতবার্ষিকী উদযাপন সফল করতে নারায়ণগঞ্জ রূপগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় অবস্থিত রংধনু গ্রুপের অস্থায়ী কার্যালয়ে মাঠে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আবুল বাশার টুকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক বলেন, আগামী শুক্রবার (১৭ মার্চ) সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন। বাংলার রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের নিভৃত গ্রাম টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জন্ম নেওয়া শেখ মুজিবুর রহমান দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। বাঙালি জাতির মুক্তির জন্য তিনি নিজের জীবনের দিকেও তাকাননি । তিনি আমাদের অন্যায়ের প্রতিবাদ করতে শিখিয়েছেন। আলহাজ্ব রফিকুল ইসলাম আরো বলেন, স্বাধীনতা যুদ্ধে বিজয় লাভের পর পাকিস্তানের বন্দিদশা থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তি লাভ করে ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বদেশ ভূমিতে ফিরে আসেন। তিনি বাঙালির অর্থনৈতিক মুক্তি অর্থাৎ দ্বিতীয় বিপ্লবের ডাক দেন। মাত্র সাড়ে তিন বছরের মাথায় মানবতার শত্রু, স্বাধীনতা বিরোধী, দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে ঘাতক চক্র ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। আলহাজ্ব রফিকুল ইসলাম বলেন, সেই মহান ব্যক্তি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আগামী ১৭ মার্চ । আমরা সেই দিন আনন্দ মুখর পরিবেশে ব্যাপক ভাবে জন্মদিনের কেক কাটবো এবং দোয়া মাহফিলে অংশগ্রহণ করব। আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সব শ্রেণী পেশার মানুষকে ওই দিন জন্মদিন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনুরোধ করেন তিনি। দেশবাসীর উদ্দেশ্যে রফিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দিনরাত উন্নয়ন কাজ করে যাচ্ছেন। দেশবাসীকেও উন্নয়ন কাজে সহযোগিতা করার জন্যে অনুরোধ করেন তিনি। আওয়ামীলীগ নেতা আলী আজগরের সঞ্চালনায় অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এর রাজনৈতিক মুখ্য সচিব শেখ মোয়াজ্জেম হোসেন সাঈদ। সভায় বক্তব্য রাখেন , রংধনু গ্রুপের পরিচালক ও জেলা পরিষদের সাবেক সদস্য মিজানুর রহমান মিজান, রূপগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সহ-সভাপতি আলী মাস্টার, আওয়ামীলীগ নেতা ফয়েজুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আউয়াল, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মহিউদ্দিন মেম্বার, অ্যাডভোকেট যতীন্দ্র বাবু, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য করিম পাঠান, জামান বেপারী, জ্যোৎস্না মহিউদ্দিন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন,দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার সম্পাদক হাজী মজিবুর রহমান, জলিল ভুইয়া, আওয়ামী লীগ নেতা হাজ্বী সফিকুল ইসলাম, ভোলাবো ইউনিয়ন যুবলীগ নেতা মিজানুর রহমান, ছাত্রলীগ নেতা আশরাফুল আলম জেমিন, ইউপি সদস্য জসিম উদ্দিন, মুসলিম খাঁন, যুবলীগ নেতা বিল্লাল হোসেন, নূর মোহাম্মদ, মহিলালীগ নেত্রী শারমিন আক্তার, সাহিদা আক্তার, তারাবো পৌরসভা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মিনা আকতার, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীরসহ আরো অনেকে।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com