সাভারে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানে ভবনের ছাঁদ ধস, আহত অন্তত ১৫
জসিম উদ্দিন বিজয়, সাভার ||
২০২৩-০৩-১০ ১১:৫০:৪১
সাভারে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানে নির্মানাধীন ভবনের ছাঁদ ধসের ঘটনা ঘটেছে। এসময় অন্তত ১৫ জন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা'র (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আজ শুক্রবার সকাল থেকে আশুলিয়ার গনকবাড়িতে অবস্থিত বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানে একটি ১০ তলা ভবনের নির্মাণ কাজ চলছিলো। বিকেল সাড়ে ৪ টার দিকে ভবনের ১০ম তলার ছাঁদের অধিকাংশ ভেঙে পড়ে। এতে অন্তত ১৫ জন আহত হন। প্রাথমিকভাবে তারা সবাই নির্মাণ শ্রমিক বলে জানা যায়।
পরমানু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, সাইক্লোর্টন স্থাপনা প্রকল্পের আওতায় ১০ দশা ভবনের আজ সবশেষে ১০ম তলায় ছাঁদ ঢালাইয়ের কাজ চলছিলো। এসময় ওই তলার অডিটোরিয়ামের অংশটি একটু উঁচু করায় ওই অংশটি ঢালাই করতে গেলে সেই স্থানটি ধ্বসে পরে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, আমাদের ফায়ার সার্ভিস স্টেশন থেকেই ছাঁদ ধসের বিষয়টি দেখতে পেয়ে আমরা ঘটনাস্থলে চলে আসি। নির্মানাধীন ভবনের ১০ তলা ছাঁদের বেশ অলশ ধসে পরেছে। এতে অন্তত ১৫ জন আহত হন। আমরা ভবন নির্মাণে দায়িত্বরতদের সাথে উপস্থিত ও হাসপাতালে পাঠানোদের মিলিয়ে প্রাথমিকভাবে দেখেছি কেউ মিসিং আছে এমন নেই। আহতদের আঘাতও গুরুতর মনে হয়নি।
পরমানু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক দেবাশীষ পাল বলেন, আমাদের প্রতিষ্ঠানে মেডিকেল ইনিস্টিটিউটের একটি প্রকল্পের আওতায় ওই ভবনটি নির্মাণ হচ্ছে। ছাঁদ ধসের বিষয়টি আমি শুনেছি। আমি যাচ্ছি বিষয়টি জানতে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357