সাভারে পুলিশের বিরুদ্ধে ঘরে ঢুকে তল্লাশির নামে স্বর্ণ চুরির অভিযোগ
জসিম উদ্দিন বিজয়, সাভার ||
২০২৩-০৩-১০ ০৮:২৩:০২
সাভারে গভীর রাতে বাসায় ঢুকে তল্লাশির নামে স্বর্ণের গহনা চুরির অভিযোগ এনে সাভার থানা পুলিশের বিরুদ্ধে করেছেন জরিনা (২৮) নামের গৃহবধূ।
শুক্রবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৫ টার দিকে অভিযোগের কপি আসে ঢাকাপোস্টের হাতে। এর আগে ৯ মার্চ পুলিশ হেডকোয়ার্টারের আইপিপি'স মনিটরিং সেলে এউ অভিযোগ দায়ের করেন ওই নারী।
অভিযুক্তরা হলেন- সাভারের আমিনবাজার পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফারুক, এএসআই মাহাতাব ও আমিনবাজারের বড়দেশী পশ্চিমপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে অন্তু (৩০)সহ অজ্ঞাত আরও ৩ থেকে ৪ জন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা গত ৮ মার্চ রাত সাড়ে ১১ টার দিকে আমিনবাজারের বড়দেশী গ্রামের দিপ্তীরটেক এলাকার আশা হোটেলের পিছনে জাহিদের বাড়ির নিচ তলার ভাড়া বাসায় জোড়পূর্বক প্রবেশ করেন। পরে ভুক্তভোগীকে ধাক্কা দিয়ে ঘরের বাইরে বের করে তল্লাশি করা শুরু করেন তারা। এসময় বাসার আলমারি, ওয়্যারড্রপ ও বিছানার নিছে অজ্ঞাত কিছু অনুসন্ধান করেন। তাদের কাছে অনুসন্ধানের কারন জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করেন। এসময় ভুক্তভোগীর স্বামী বাড়িতে না থাকায় বাড়ির মালিক এসে তল্লাশির কারন জানতে চাইলে তাকেও গালিগালাজ শুরু করেন। প্রায় আধাঘন্টা তল্লাশির পরে তারা চলে গেলে ভুক্তভোগী জরিনা ঘরে প্রবেশ করে দেখেন তার আলমারিতে রাখা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন নেই।
ভুক্তভোগী নারী জরিনা বেগম বলেন, ‘আমার স্বামী বিল্লাল হোসেন শারিরীক প্রতিবন্ধী মানুষ। তিনি চায়ের দোকান করে জীবিকা নির্বাহ করেন। আমাদের আত্মীয় স্বজনের সাথে বিরোধ চলে আসছিল। তারা নারী নির্যাতনের মামলা দিয়েছিল। সেই মামলায় আমার স্বামী জামিনে রয়েছে। কিন্তু আমার স্বামী বাসায় না থাকা অবস্থায় তারা ঘরে প্রবেশ করে তল্লাশি করে স্বর্ণের চেইন নিয়ে যায়।’
এব্যাপারে সাভারের আমিনবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই হারুন -অর-রশিদ বলেন, ‘গত কয়েকদিন আগে ওই নারীর স্বামীকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ থানায় হস্তান্তর করে এএসআই ফারুক । আমার মনে হয় ওই ক্ষোভ থেকে এই অভিযোগ করেছে তারা। ওই নারীর স্বামীর বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে যায় এএসআই ফারুক ও মাহতাব। এটা মিথ্যে অভিযোগ। তবে অভিযোগ যেহেতু হয়েছে অবশ্যই তদন্ত হবে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357