আশুলিয়ায় আন্তজার্তিক ইসলামী বয়ানে দা’ওয়াহ ও তাবলীগী মহাসম্মেলন
সাভার প্রতিনিধিঃ ||
২০২৩-০৩-১০ ০৮:০৪:৪৩
প্রতিবছরের ন্যায় এবারও সাভারের আশুলিয়ায় বাইপাইল ডিইপিজেড সংলগ্ন ১৬ একর জায়গা জুরে লাখো মুসুল্লিদের সমাগমে দু-দিন ব্যাপী বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর উদ্যোগে দা'ওয়াহ ও তাবলীগী দা'ওয়াহ ও তাবলীগী মহাসম্মেলনের শেষ দিন আজ শুক্রবার । আজ শেষ দিন শুক্রবার গুরুত্বপূর্ণ দিন হওয়ায় লাখো মুসুল্লির সমাবেত হয়েছে এ ইসলামী তাবলীগী জমঈয়তে।
দেশ ও বিদেশের আন্তর্জাতিক ইসলামী বক্তারা এ তাবলীগী জমঈয়তে অংশগ্রনে মহাসম্মেলনে বয়ান অনুষ্ঠিত হচ্ছে । সাউদী আরবের ইসলামী বক্তাসহ কয়েয়কটি দেশের নামকরা ইসলামী আমন্ত্রিত বক্তা রয়েছেন , দেশগুলোর মধ্যে জর্দান, নেপাল, ভারত, ইন্ডিয়া, মিশর। এসব দেশের বক্তারা বয়ান করার সময় বাংলায় অর্থ বুঝিয়ে দিচ্ছেন।
আজ দ্বিতীয়দিন বিদেশ হতে আমন্ত্রিত ইসলামী বক্তারা বয়ান করছেন তারা হলেন- মিশরের আল ইস্কান্দারিয়ার ইউনিভার্সিটির প্রফেসর শাঈখ ড.তলা'আত আব্দুর রাজ্জাক মাহমুদ যাহরান,ভারতের জামি'আ ইমাম বুখারীর শাঈখ আব্দুর রাকীব বুখারী আল মাদানী,অল ইন্ডিয়া জমঈয়তে আহলে হাদীস এর আমীর শাঈখ আসগর আলী আস সাহাফী আল মাদানী।
প্রথমদিন বিদেশ হতে আমন্ত্রিত অতিথি যারা ইসলামী বয়ান করেন তারা হলেন- সাউদী আরবের ধর্ম মন্ত্রনালয়ের প্রখ্যাত দাঈ শাইখ মাহিরবিন যফির আল কাহ কাহতানী,জর্ডানের দাঈ শাঈখ ডা.উসামা আতায়া আল উতাইবী,নেপালের জমঈয়তে আহলে হাদীসের সভাপতি শাঈখ আব্দুল হাই মুহাম্মদ হানীফ মাদানী।
দু-দিন ব্যাপী মহাসম্মেলনে আরো উপস্থিত রয়েছেন, মহাসম্মেলনের বাস্তবায়ন কমিটির আহবায়ক আলহাজ্ব আওলাদ হোসেন,বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর সেক্রেটারি জেনারেল ড.মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। সভাপতিত্ব করছেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর সভাপতি ড.আব্দুল্লাহ ফারুক।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357