দিনাজপুরের চিরিরবন্দরে অগ্নিকান্ডে তিনটি বাড়ি পুড়ে ছাই হয়েছে।সর্বস্ব হারিয়ে বর্তমানে ওই তিন পরিবারের সদস্যরা বসবাস করছে,খোলা আকাশের নিচে।
আজ বুধবার (১ মার্চ) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের দক্ষিণ সুকদেবপুর গ্রামের ফকির পাড়ায় এ ঘটনা ঘটেছে। আগুন লাগার ফলে মানুষরা ঘর থেকে বের হতে পারলেও ঘরে রাখা জমানো টাকা, গরু, ছাগল, হাঁস, মুরগিসহ ঘরের আসবারপত্রসহ পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক জাহাঙ্গীর আলম জানিয়েছেন, বাড়ির সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। আমার উপার্জনের একমাত্র ব্যাটারিচালিত ভ্যানটিও পুড়ে ছাই হয়ে গেছে। বাড়ির গরু, ছাগল, জমানো ১৮ হাজার টাকাসহ পরনের একমাত্র কাপড়টি বাদে সব পুড়ে গেছে।
অপর আরেকজন বাড়ির মালিক শাহ আলম জানান, আমরা ঘুমিয়ে ছিলাম, পাশের বাড়িতে আগুন লাগার কারণে ওদের চিৎকারে ঘর থেকে বের হয়ে দেখি আমাদের ঘরের টিনেও আগুন জ্বলছে। সমিতির ৭০ হাজার টাকাসহ সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
এ ঘটনায় স্থানীয় চিরিরবন্দর টেকনিক্যাল এ- বিএম কলেজের অধ্যক্ষ ও চিরিরবন্দর আইডিয়াল স্কুলের পরিচালক মমিনুল ইসলাম মমিন তাদের নগদ অর্থ ও পড়নের জন্য কাপড় কিনে দিয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করেছে।
চিরিরবন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মাহবুব আলম জানান, আগুনের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয়া হয়। আগুনে তিনটি বসতবাড়ির গরু ছাগল, হাঁস, মুরগিসহ সবকিছু পুড়ে গেছে। আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি।
উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসান জানান, ইতোমধ্যে ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে দ্রুততম সময়ের মধ্যেই নগদ অর্থসহ সরকারি সহায়তা দেয়া হবে। এজন্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357
News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com