খুলনার রূপসা উপজেলার ভয়ংকর সন্ত্রাসী ও নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল ওরফে মিনা কামাল (৫২) র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে খুলনা-মংলা মহাসড়কের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের পাশে পুটিমারী এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাবের ভাষ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা রামপাল এলাকায় অভিযান চালায়। ভোররাতে জিরো পয়েন্ট এলাকা ঘিরে ধরলে কামাল র্যাবের ওপর গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় কামালকে উদ্ধার করা হয়। পরে রামপাল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ম্যাগজিন, গুলি, ধারালো চাকু, ৬৬ হাজার টাকা ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার হয় বলেও জানায় র্যাব।
খুলনা র্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল রওশনুল ফিরোজ গণমাধ্যমকে জানান, ‘নিহত কামালের বিরুদ্ধে হত্যা, অস্ত্র আইন, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসীসহ নানা অপরাধে ২৫টি মামলা রয়েছে।’
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357
News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: [email protected]
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: [email protected]