আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলেই শিক্ষার উন্নয়ন হয় - এমপি শাওন

মোঃ জহিরুল হক, ভোলা || ২০২৩-০২-২৩ ০৬:৪২:৫৬

image
আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলেই শিক্ষার উন্নয়ন হয় দেশের শিক্ষা ব্যবস্থাকে সমৃদ্ধ ও আধুনিকায়ন হয় বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। বৃহস্পতিবার সকালে ভোলার লালমোহনের হাজী নূরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির নবীণ শিক্ষার্থীদের বরণ শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন তিনি। সংসদ সদস্য বলেন, 'বর্তমানে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ ও বিভিন্ন শিক্ষাবৃত্তি প্রদান করছে আওয়ামী লীগ সরকার। যাতে প্রমাণ হয় এ সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষাসহ দেশের বিভিন্নখাতের আওয়ামী লীগ সরকারের উন্নয়ন এখন বিশ্বের কাছে স্বীকৃত।' হাজী নূরুল ইসলাম চৌধুরী ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. নূরুল আমিন খান শাহজানের সভাপতিত্বে এ সময় জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরী, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল, অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম হাওলাদার,আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদার, ওসি মাহাবুবুর রহমান ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব ইমাম হোসেন হাওলাদার,লালামোহন ইউপি চেয়ারম্যান মোঃ শাজাহান মিয়া,কালমা ইউপি চেয়ারম্যান আকতার হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com