আবৃত্তি শেখানোর কথা বলে কলেজছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার
আলমগীর কবীর হৃদয়, পাবনা ||
২০২৩-০২-২৩ ০৬:৩২:২৭
পাবনা জেলা শহরে কবিতা আবৃত্তি ও উপস্থাপনা শেখানোর কথা বলে ডেকে নিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে কথিত এক আবৃত্তিকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। জানা যায় গত রোববার সকালে পাবনা শহরের রানা কমপ্লেক্সে শব্দকলা মাল্টিমিডিয়া সেন্টারে ধর্ষণের ঘটনাটি ঘটে।
গ্রেপ্তার ওই কথিত আবৃত্তিকারের নাম আসাদুল রশিদ (৪৫)। তিনি শহরে ‘পীর বাবু’ ও ‘আসাদ বাবু’ উভয় নামে পরিচিত। তাঁর বাড়ি পাবনা সদর উপজেলার সিংগা কারিগরপাড়ায়।
মামলার এজাহার ও মেয়েটির পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, আসাদুল রশিদ নিজেকে আবৃত্তিকার পরিচয় দিয়ে বেড়ান। কিছুদিন আগে তিনি আবৃত্তি ও উপস্থাপনা শেখানোর জন্য রানা কমপ্লেক্সে একটি কার্যালয় নিয়েছেন। সেখানে কবিতা আবৃত্তি ও উপস্থাপনা শেখানো হবে বলে প্রচার করছিলেন। বিষয়টি জেনে ওই কলেজছাত্রী তাঁর সঙ্গে যোগাযোগ করেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে আসাদুল রশিদ মেয়েটিকে তাঁর কার্যালয়ে ডেকে নেন। এ সময় কার্যালয়ে তিনি একাই ছিলেন। পরে মেয়েটিকে তিনি ধর্ষণ করেন। রক্তাক্ত অবস্থায় মেয়েটি বাড়িতে ফিরে তাঁর পরিবারকে বিষয়টি জানান।
এ ঘটনায় মেয়েটির মা গতকাল রাতে ধর্ষণের অভিযোগে আসাদুল রশিদকে আসামি করে পাবনা সদর থানায় মামলা করেন। পরে রাতেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
মেয়েটির মা জানান, ঘটনার পর থেকে তাঁর মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন। মেয়েটি কারও সঙ্গে কথা বলছেন না। এ অবস্থায় মেয়েকে নিয়ে তিনি খুব অসহায় হয়ে পড়েছেন। মা হিসাবে তিনি কী করবেন, বুঝে উঠতে পারছেন না। এ অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি চান।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা বলেন, বিষয়টি জানার পর আবৃত্তি শেখানোর ওই কার্যালয় থেকে রক্তমাখা টিস্যু পেপারসহ ধর্ষণের বিভিন্ন আলামত জব্দ করেছে পুলিশ। মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে গ্রেপ্তার আসামিকে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357