সাবেক ছিটমহল দাসিয়ারছড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত
জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম) ||
২০২৩-০২-২০ ২৩:৪৩:১৫
বাংলাদেশের সবচেয়ে বড় সাবেক ছিটমহল দাসিয়ারছড়ায় যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটায় সাবেক ছিটমহল দাসিয়ারছড়ার শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার সুপার শাহ্ নুর আলমের নেতৃত্বে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে দাসিয়ারছড়ার আবাল বৃদ্ধ বনিতারা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সকাল ৯ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ,আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জাকির হোসেন, ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সহ-সভাপতি নুর আলম, ইউপি সদস্য হাসেম আলী, সাবেক ছিট মহলের চেয়ারম্যান নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মান্নান শেখসহ আরো অনেকে। এ সময় বক্তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। আলোচনা সভা শেষে দেশ-জাতি ও শহীদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ফকির পাড়া জামে মসজিদের ইমাম আলী আহম্মেদ।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357