ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত আর্থিক সহায়তা চেক বিতরণ
মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া ||
২০২৩-০২-১৩ ০৭:০৮:১৪
ব্রাহ্মণবাড়িয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সাংবাদিকদের জন্য করোনাকালীন আর্থিক সহায়তা ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কল্যাণ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে চেকগুলো বিতরণ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি বিশ্বজিত পাল বাবু ও যুগ্ম-সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ (বাদল),অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.সাইফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো.মোজাম্মেল হোসেন,ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের বিদায়ী সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন,প্রেসক্লাবের সাবেক সভাপতি মো.আরজু,ইমজা সভাপতি পীযুষ কান্তি আচার্য, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মো.মনির হোসেন,চেকগ্রহণকারী সাংবাদিক কবি জয়দুল হোসেন,মাহবুব খান বাবুল। এসময় মোকতাদির চৌধুরী বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল সময় সাংবাদিক বান্ধব। তিনিই বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করার ব্যবস্থা করেছেন সাংবাদিকদের কল্যাণে। সাংবাদিকদের বিপদে-আপদে তিনি সব সময় পাশে থাকেন। তিনি সাংবাদিকদের সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ থেকে মুক্তিযুদ্ধের চেতনায় স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকবার জন্য আহবান জানান।
উল্লেখ্য করোনাকালীন আর্থিক সহায়তা হিসাবে ৩৮ জনের মধ্যে ৩ লাখ ৮০ হাজার টাকার ও কল্যাণ অনুদান হিসাবে ৫ জনকে ৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357