লালমোহনে স্কুল শিক্ষককে পিটিয়ে পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মানববন্ধন
মোঃ জহিরুল হক, ভোলা ||
২০২৩-০২-১২ ০৫:৫৪:৪৩
ভোলার লালমোহনে স্কুল শিক্ষককে পিটিয়ে পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় হামলাকারীর বিচার দাবীতে মানববন্ধন করেছে স্কুল শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় জনগন। রোববার দুপুরে লালমোহন দক্ষিণ লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও ঐ এলাকার শত শত মানুষ এ মানববন্ধনে অংশ গ্রহন করে এ সঠিক বিচার দাবী করেন। উল্ল্যেখ
গত বৃহস্পতিবার দক্ষিণ লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের বিএসসি শিক্ষক মো. রুহুল আমিনকে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তার চাচাতো ভাই নৌ বাহিনীর সদস্য আনোয়ার হোসেন ছুটিতে বাড়ি এসে ভাই নুরে আলম ও বাবা শাহে আলমসহ তাকে হত্যার উদ্যেশে পিটিয়ে পা ভেঙ্গে দেয়। মারাত্তক আহত শিক্ষক রুহুল আমিনকে স্থানীয় লালমোহন হাসপতালে নেওয়া হলে ডাক্তার তাকে দ্রুত ঢাকায় প্রেরন করেন। আহত শিক্ষক ঢাকার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।তার দুই পা ভেঙ্গে গেছে।তার দুই পায়ে রড লাগানো হয়েছে।তার আজীবনের জন্য পঙ্গু হয়ে যেতে পারে বলে আশংকা করছে তার পরিবার।
এসময় বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. মোশারেফ হোসেন, দশম শ্রেণির ছাত্রী সুমাইয়া বেগম, প্রাক্তন ছাত্র শামিম মিঝি ও মিজান ফরাজী।এ সময় এলাকার জনগন এরকম ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও বিচার দাবী করেন।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357