দুর্গাপুর উপজেলা প্রশাসনের সহযোগীতায় সামাজিক ব্যাধি নিরোধে ব্র্যাক আইনি সুরক্ষা কর্মসূচি

মোবারক হোসেন শিশির, দুর্গাপুর, রাজশাহী || ২০২৩-০২-০৮ ০৭:৫৪:২০

image
রাজশাহীর দুর্গাপুর উপজেলা প্রশাসনের সহযোগীতায় সামাজিক ব্যাধি নিরোধে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি'র সুফল পাচ্ছে দুর্গাপুরবাসী। অসচেতন সাধারণ জনসাধারণের মাঝে সামাজিক ব্যাধি ও অবক্ষয়ের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে সচেতনতা সৃষ্টিতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ব্র্যাক আইনি সুরক্ষা কর্মসূচি। রাজশাহী অঞ্চলে এমন কার্যক্রম বাস্তবায়ন করায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি'র নীতি নির্ধারক সহ উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞচিত্রে ভূঁয়সী প্রশংসা করেছেন এলাকার সচেতন মহল। যৌতুক, তালাক, নারী পাচার, ধর্ষণ, এসিড নিক্ষেপ সহ পারিবারিক কলহ-বিবাহ বিচ্ছেদ সহ সকল সামাজিক ব্যাধি নিরোধে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি পল্লী সমাজের সুফল পাচ্ছে রাজশাহী জেলা, উপজেলা শহর থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের সকল পেশাজীবী জনসাধারণ। "এসো ভাই, এসো বোন, মিলে রোধ করি বাল্য বিয়ে নারী নির্যাতন" প্রতিপাদ্যকে সামনে রেখে যৌতুক, তালাক, নারী পাচার, ধর্ষণ, এসিড নিক্ষেপ, পারিবারিক কলহ বিবাদ, বিবাহ বিচ্ছেদ সহ বিভিন্ন সামাজিক ব্যাধি নিরোধে পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের তৃণমূল পর্যায়ে শিক্ষিত নারী-পুরুষদের সুসংগঠিত করে দল গঠনের মাধ্যমে পল্লী সমাজ নামক সংগঠন গঠন করে সমাজের অসচেতন ব্যক্তিদের মাঝে সচেতনতা সৃষ্টিতে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি'র কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। বর্তমানে যেখানেই বাল্য বিয়ে সেখানেই পল্লী সমাজ, যেখানেই যৌতুক সেখানেই পল্লী সমাজ। পৌরসভা ও ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের গ্রামে পাড়া মহল্লায় সাধারণ জনসাধারণের মাঝে সামাজিক ব্যাধি ও অবক্ষয় রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠকে গম্ভীরা, গান বাজনা ও গন-নাটক প্রদর্শনের আয়োজন করে থাকেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচী'র পল্লী সমাজ নামক সংগঠনের নেতৃবৃন্দ। পল্লী সমাজের আয়োজনে উঠান বৈঠকে তিন ধরনের বৈঠক হয় উঠান বৈঠক নারী দলের গ্রামীণ বৈঠক পুরুষদের দুর্বার বৈঠক। বৈঠকে বাল্য বিয়ের যৌতুক প্রথা সহ সামাজিক ব্যাধির কুফলের দিক নিয়ে গম্ভীরা, গান বাজনা ও গন-নাটকের মাধ্যমে তুলে ধরা হয়। সেইসাথে পল্লী সমাজের নারী দলের মিটিং আইনি সহায়তা, নারী নির্যাতন প্রতিরোধ ও বাল্য বিবাহ মুক্ত পরিবার ও সমাজ গঠন বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়। এতে করে দিনে দিনে সাধারণ জনগণের মাঝে সচেতনতার সৃষ্টি হয়েছে। সামাজিক ব্যাধি ও অবক্ষয় রোধে ব্র্যাক আইনি সুরক্ষা কর্মসূচি গুরুত্বপূর্ণ অবদান রাখায় পাল্টে যাচ্ছে শহর থেকে তৃণমূলে বসবাসকারী সাধারণ জনসাধারণের ধ্যান-ধারণা। এই কার্যক্রমের ফলে অন্ধকার থেকে আলোর মুখ দেখছে সাধারণ জনগণ। সম্প্রতি ৬ ফেব্রুয়ারি দুর্গাপুর উপজেলার শ্যামপুর গ্রামে নওপাড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া কিশোরী (১২) এর বিয়েরো আয়োজন অনুষ্ঠিত হওয়ার খবর পায় ব্র্যাক আইনি সুরক্ষা কর্মসূচির শ্যামপুর পল্লী সমাজ। পল্লী সমাজের নের্তৃবৃন্দ বাল্য বিয়ে অনুষ্ঠিত হওয়ার বিষয়টি ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি'র দুর্গাপুর শাখার এসোসিয়েট অফিসার মো. ওমর ফারুককে অবহিত করেন। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি'র দুর্গাপুর শাখার এসোসিয়েট অফিসার মো. ওমর ফারুক তাৎক্ষণিক বিষয়টি দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানাকে জানালে তিনি সাথে সাথে বাল্য বিয়ে বাড়ীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিয়ের ঘটক, বর ও কনে পক্ষের অভিভাবকদের আটক করেন। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে বাল্য বিয়ে দেয়ার সহযোগিতা কারি ঘটক কে ৬ মাসের কারাদন্ড ও বরের অভিভাককে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। দুর্গাপুর উপজেলা ব্র্যাক অফিসের ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি'র অফিসে নারী নির্যাতন, পারিবারিক কলহ-বিবাদ, বিবাহ বিচ্ছেদ এর বিষয়ে সমাধান বৈঠক অনুষ্ঠিত হয় সপ্তাহে একদিন রবিবার। থানা কোর্ট কাচারিতে হয়রানির শিকার না হয়ে যৌতুক, নারী নির্যাতন, পারিবারিক কলহ-বিবাদ, বিবাহ বিচ্ছেদ এর বিষয়ে ব্র্যাক আইনি সুরক্ষা কর্মসূচি'র কার্যালয়ে সুবিচারের দাবী জানান বাদী বিবাদী দ্বয়। উভয় পক্ষের স্বাক্ষীদ্বয় ও এলাকার ইউপি সদস্য, পৌর কাউন্সিলর সহ গন্যমান্য ব্যক্তির বর্গকে সাথে নিয়ে শালিসের মাধ্যমে নানামুখী সমস্যার সমাধান করে যাচ্ছেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি'র দুর্গাপুর শাখার অ্যাসোসিয়েট অফিসার মো. ওমর ফারুক। সম্পতি গত রোববার দুর্গাপুর পৌর এলাকার শালঘড়িয়া গ্রামে যৌতুকের কারণে বিবাহ বিচ্ছেদ ঘটে পরিবারে। বিষয়টি নিয়ে সমাধানের লক্ষ্যে পৌর কাউন্সিলর মাহফুল হক লিটনকে সাথে নিয়ে শালিস বৈঠকে উভয়পক্ষ ও সাক্ষীদের কথা শুনে বর পক্ষের কাছ থেকে দেনমোহর ও খোরপোশ বাবদ নগদ অর্থ গৃহবধূকে প্রদান করে সমাধান করা হয়। তৃণমূল পর্যায়ের সাধারণ জনসাধারণ পারিবারিক দ্বন্দ্ব ও কলহ বিবাদ, যৌতুক, বিবাহ বিচ্ছেদের ঘটনায় সু-বিচার পেতে এখন আর কোট-কাচারিতে না গিয়ে ব্র্যাক আইনি সুরক্ষা কর্মসূচি'র স্বরনাপন্ন হন এবং সুবিচার পেয়ে বাড়ী ফিরেন এটা এখন প্রতি সপ্তাহের ঘটনা। এ বিষয়ে দুর্গাপুর ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি'র দায়িত্বরত এসোসিয়েট অফিসার মো. ওমর ফারুক বলেন, দুর্গাপুর উপজেলা প্রশাসনের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় বাল্য বিয়ে, যৌতুক প্রথা ও সামাজিক ব্যাধি নিরোধে পল্লী সমাজের মাধ্যমে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি'র কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সোহেল রানা বলেন, যৌতুক, বিবাহ বিচ্ছেদ, নারী পাচার, ধর্ষণ, এসিড নিক্ষেপ, পারিবারিক কলহ বিবাদ সহ বিভিন্ন সামাজিক ব্যাধি নিরোধে পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের তৃণমূল পর্যায়ে শিক্ষিত নারী-পুরুষদের সুসংগঠিত করে দল গঠনের মাধ্যমে পল্লী সমাজ নামক সংগঠন গঠন করে জনগনের মাঝে সচেতনতা সৃষ্টিতে ব্র্যাক আইনি সুরক্ষা কর্মসূচি'র ব্যাপক ভাবে সাঁড়া ফেলেছে। এতেকরে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি'র কার্যক্রমের সুফল পাচ্ছে দুর্গাপুর উপজেলা সদর সহ তৃণমূল প্রান্তিক জনগোষ্ঠী। এই কার্যক্রম বাস্তবায়নের ফলে একসময় সামাজিক ব্যাধি সম্পূর্ন রুপে নিরোধ হবে বলে আমার শতভাগ বিশ্বাস।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com