কনস্টেবল পদে দক্ষ ও যোগ্য প্রার্থীকে নিয়োগের লক্ষ্যে দুর্গাপুরে প্রচারপত্র বিতরন করলেন (ওসি) নাজমুল
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ ||
২০২৩-০২-০৭ ১০:৩৮:৩২
দক্ষ পুরুষ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৮/১০ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে নিয়োগে শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে দক্ষ ও যোগ্য প্রার্থীকে নিয়োগের লক্ষ্যে রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের নির্দেশে দুর্গাপুর উপজেলা সদরে সাধারণ জনগণের মাঝে প্রচারপত্র বিতরন করলেন দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক।
৭ফেব্রুয়ারি বিকেলে দুর্গাপুর উপজেলা সদরের বিভিন্ন রাস্তায়, জনসমাবেশ স্থলে ও পথচারীদের মাঝে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল নিয়োগের প্রচার পত্র বিলিকালে উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন হোসেন, উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক, শফিকুল ইসলাম, বজলুর রহমান সহ দুর্গাপুর থানায় কর্মরত বাংলাদেশ পুলিশের কর্মকর্তা বৃন্দ।
প্রচার পত্র বিলি কালে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জনসাধারণের উদ্দেশ্যে বলেন, শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে আগামী ৮ও১০ ফেব্রুয়ারি রাজশাহী জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে নিয়োগের জন্য অনলাইনের মাধ্যমে আবেদনকারীদের মধ্যে প্রাথমিক বাছাই ও Physical Endurance (PET) অনুষ্ঠিত হবে। প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Physical Endurance Test (PET) দৌড়, লং জাম্প, হাই জাম্প, পুশআপ, ড্রাগিং এবং রোপ ক্লাইম্বিং ৭টি ইভেন্টের মাধ্যমে নতুন নিয়মে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। কনস্টেবল নিয়োগের জন্য রাজনৈতিক ব্যাক্তি, প্রভাবশালী ও বিভিন্ন কর্মকর্তা বা টাউট -বাটপারদের খপ্পড়ে না পড়ার জন্যও সাধারন জনগণকে সজাগ থাকার আহ্বান জানান ওসি নাজমুল হক।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357