হিলি সীমান্তে বিএসএফের কাঁটা তারের বেড়া নির্মাণের চেষ্টা,বিজিবির বাঁধা
মুসা মিয়া, হিলি (দিনাজপুর) ||
২০২৩-০২-০২ ১১:২৪:২৩
আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবারোও কাঁটাতারের বেড়া নির্মাণ চেষ্টা বিজিবির বাঁধায় বন্ধ রয়েছে। আজ ( ২ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুরে সীমান্তবর্তী হিলির হিন্দু মিশন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে হিলি সীমান্তে হিন্দু মিশন এলাকায় সীমানা ঘেঁষে ২৮৫ মেইন পিলারের ৩২ এস পিলারের কাছে কাঁটা তারের বেড়া নির্মাণের কাজ শুরু করে বিএসএফ । এতে বিজিবি ২০ ব্যাটালিয়নের সদস্যরা তাদের কাঁটা তারের বেড়া নির্মাণের বাঁধা দেয়।এসময় উভয় পক্ষের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই বাহীনির অতিরিক্ত সদস্য মোতায়েন করে। বেশ কিছুক্ষণ পরে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
এর আগে গত মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে হিলি সীমান্তের ২৮৫/১১নং সাব সীমানা পিলার থেকে উত্তরে ২২নং সাব সীমানা পিলার পর্যন্ত ১০/১২ গজ অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হিলি ক্যাম্পের সদস্যরা কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য খুঁটি স্থাপন করতে থাকে।
বিষয়টি বাংলাদেশের সীমান্ত রক্ষীবাহিনীর নজরে আসলে তা বন্ধ করে দেন। এতে বিএসএফ সদস্যরা ক্ষিপ্ত অস্ত্র নিয়ে মারমুখি হন। তখন বিজিবি ও বিএসএফের উদ্ধর্তন কর্তৃপক্ষের মধ্যে এই ঘটনা নিয়ে ফোনালাপ হয়।পরে তাদের নির্দেশে বিকাল ৩ টায় হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সাইদুল ইসলাম এবং ভারতের হিলি বিএসএফের ক্যাম্পের কোম্পানি কমান্ডার বিসি জোসির মধ্যে সীমান্তের ২৮৫/২২ নং সাব সীমানা পিলারের কাছে সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জানানো হয় এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।
বিজিবির একটি সূত্র জানায়,হিলি সীমান্তে কিছু অংশে কাঁটাতারের বেড়া দেওয়া নাই। এই সুযোগ নিয়ে বিএসএফ সীমান্তের ১০/১২ গজের মধ্যে বেড়া দেওয়ার জন্য খুঁটি স্থাপন করে। যা আন্তর্জাতিক সীমানা আইনের লঙ্ঘন। কারণ সীমান্তের নোম্যান্সল্যান্ডের ১৫০ গজের মধ্যে কোনো করা যাবে না। কিন্তু বিএসএফ সেটি না মেনে সীমান্তের ১০/১২ গজের মধ্যে কাজ শুরু করলে এই পরিস্’িতির সৃষ্টি হয়।
এব্যাপারে বিজিবির হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সাইদুল ইসলাম বলেন,আমাদের না জানিয়ে বিএসএফ সীমান্তের ১০/১২ গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ করছিল। আমরা তাতে বাধা দিই। এরপরে বিএসএফ উত্তেজনাকর পরিস্থিতি তৈরির চেষ্টা করেছিল।
বিষয়টি তাৎক্ষণিক ভাবে জয়পুরহাট বিজিবি অধিনায়ককে জানালে এ নিয়ে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার এবং বিএসএফের রায়গঞ্জ সেক্টরের ডিআইজির মধ্যে ফোনালাপ হয়। পরে বিএসএফের ডিআইজির নির্দেশে বিএসএফ কাজ বন্ধ করে। পরে সীমান্ত পরিস্থিতি শান্ত হয়।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357