৫০ বছর পর পার্বতীপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে গণ জাগরণ
মামুনুর রশিদ, পার্বতীপুর(দিনাজপুর) ||
২০২৩-০২-০১ ১০:৪৩:৫৫
স্বাধীনতার ৫০ বছর পর এই প্রথম শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতাকর্মী ও সর্বস্থরের নাগরিকদের নিয়ে নব নির্বাচিত মেয়র আমজাদ হোসেনের নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এ উপলক্ষে পার্বতীপুর পৌরসভা চত্বরে সকাল ১১টায় পরিচ্ছন্নতাকর্মীসহ সহ¯্রাধিক নাগরিক সমবেত হয়। সকলেই ব্যানার, ফেস্টুন ও ময়লা আবর্জনা রাখার থলি নিয়ে র্যালীতে যোগ দেন। পৌর মেয়রসহ উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক, ইউএনও মুহাম্মদ ইসমাঈল, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনিন মোমিন, রুকসানা বারী রুকু, পৌর কাউন্সিলর মঞ্জুরুল হক মঞ্জু, কৈলাশ প্রসাদ, মঞ্জুরুল আজিজ পলাশসহ সকল কাউন্সিলরগণ র্যালীর অগ্রভাগে ছিলেন। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ও বাজার এলাকা প্রদক্ষিণ করে স্থানীয় শহিদ মিনার প্রঙ্গনে এসে সমাপ্ত হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে মেয়র আমজাদ হোসেন সকল নাগরিককে নিজ নিজ বাসা-বাড়ির ময়লা-আবর্জনা নির্দিষ্ট ডাষ্টবিনে ফেলার জন্য আহŸান জানান। তিনি বলেন, আগামী ৩ দিন ধরে সকল পাড়া-মহল্লায় চলবে এই অভিযান।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357