দুর্গাপুরে সাবেক সাংসদ এ্যাডভোকেট তাজুল ইসলাম মোহাম্মদ ফারুকের চতুর্থ প্রয়াণ দিবসে রাসিক মেয়র, সাংসদ
মোবারক হোসেন শিশির, দুর্গাপুর, রাজশাহী ||
২০২৩-০১-৩১ ০৯:৪২:৪৩
রাজশাহীর মাটিও মানুষের জনবান্ধব বর্ষিয়ান সাবেক সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত জননেতা এ্যাডভোকেট তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক এর চতুর্থ প্রয়াণ দিবসে সমাধিস্থলে জাতীয় নেতার পরিবার, বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন, প্রেসক্লাব, সাংবাদিক সমাজ, ক্রীড়া, শিক্ষা, ধর্মীয়, ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠান সহ বিনম্র শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে।
৩১ জানুয়ারী মঙ্গলবার সকাল থেকে বর্ষিয়ান প্রয়াত জননেতা এ্যাডভোকেট তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক এর দুর্গাপুর উপজেলার আমগাছীস্থ সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে আসা জাতীয় নেতার পরিবারের সদস্য, জেলা, মহানগর আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, প্রেসক্লাব, সাংবাদিক সমাজ, ক্রীড়া, শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, ব্যবসায়ী সমিতি সহ শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন পেশাজীবী জনসাধারণকে অর্ভ্যার্থনা জানান প্রয়াত জননেতা এ্যাডভোকেট তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক এর যোগ্য উত্তরসূরী রাজশাহী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য বদরুল ইসলাম তাপস।
সকাল ৮টার পর থেকে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আসা তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থক ও আপামর জনসাধারণ বর্ষিয়ান প্রয়াত জননেতা এ্যাডভোকেট তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে হাজার জনতার ঢল নামে।
দুপুর সোয়া ২টায় জেলা ও মহানগরের শতশত নেতাকর্মীদের সাথে নিয়ে সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন শহীদ চারনেতার অন্যতম এ এইচ এম কামারুজ্জামানের পুত্র বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, স্থানীয় সংসদ সদস্য প্রফেসর মনসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মোহা. আসাদুজ্জামান আসাদ, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান উল হক মাসুদ, মামুনুর রশিদ, জেলা আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক, দু্র্গাপুর থানা অফিসার ইনচার্জ নাজমুল হক, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম, সাধারন সম্পাদক শাহরিয়ার কবির কনক, দুর্গাপুর পৌরসভার মেয়র সাবেক ছাত্রনেতা সাজেদুর রহমান মিঠু, শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল, জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রান ও গবেষনা বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য প্রভাষক আমিনুল হক টুলু, পৌরসভা আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন, দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল, আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ মৃধা, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ছালিমুদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খান, সাধারন সম্পাদক আতিকুর রহমান রিপন, পৌরসভা ছাত্রলীগের আহবায়ক সোহেল রানা সহ জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী সহ নানা শ্রেনীপেশার শহস্রাধিক জনসাধারন উপস্থিত ছিলেন। সমাধিতে বিনম্র শ্রদ্ধা, দোয়া মাহফিল, আমন্ত্রিত অতিথিদের মধ্যাহ্ন ভোজ শেষে প্রয়াত জননেতা এ্যাডভোকেট তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক এর পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করে তাদের খোঁজ খবর নেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357