বইমেলা নিয়ে চ্যানেল আইয়ের বর্ণিল আয়োজন
নিজস্ব প্রতিবেদক ||
২০২৩-০১-৩১ ০৯:২৪:৩৬
অমর একুশে বইমেলা নিয়ে বরাবরের মতো চ্যানেল আইয়ের রয়েছে ভিন্নরকম আয়োজন। দীর্ঘ ১৯ বছর ধরে ভাষার মাস ফেব্রæয়ারিতে মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি সম্প্রচার হয়। লেখক শিল্পী সাহিত্যিকদের সাক্ষাৎকার, লেখকদের সঙ্গে আড্ডা ও নতুন বইয়ের পরিচিতি পাঠ করা হয়। বইমেলার বিস্তারিত জানাতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় চ্যানেল আই ভবনে। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে মেলার বিস্তারিত তুলে ধরেন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। ভিজ্যুয়ালী অংশ নেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। মেলার সাথে সম্পৃক্ততার কথা তুলে ধরেন ঐক্যডটকমডটবিডি’র পক্ষে আমীরুল ইসলাম এবং বিবিএস ক্যাবলস্ এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার এবং অন্যপ্রকাশের প্রধান নির্বাহী সম্পাদক মাজহারুল ইসলাম। আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান বাচসাস সভাপতি রাজু আলীম। ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সরাসরি বইমেলার এবারের অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, অভিনেতা শহিদুল আলম সাচ্চু, শাহরিয়ার নাজিম জয়, অভিনয়শিল্পী আফসানা মিমি ও সাফি আহমেদ। প্রতিদিন সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠানটি সরাসরি প্রচার করবে চ্যানেল আই।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357